নয়াদিল্লি: আই লিগের (I League) যোগ্যতা পর্বে খেলতে গেলে ব্যাঙ্ক গ্যারান্টি জমা রাখতে হয় টিমগুলোকে। সেই মতো দিয়েওছিল কাশ্মীরের প্রথম সারির ক্লাব হায়দারেয়া স্পোর্টস ক্লাব (Hyderya Sports FC)। কিন্তু তা খতিয়ে দেখতে গিয়ে সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) জানতে পেরেছে, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালি। তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কাশ্মীরের টিমের বদলে বেঙ্গালুরুর মদন মহারাজ এফসি আই লিগের যোগ্যতা পর্বে খেলবে।
জম্মু-কাশ্মীর ফুটবল লিগে গ্রুপ শীর্ষে থাকা জম্মু-কাশ্মীর ব্যাঙ্ককে আই লিগ খেলার জন্য আবেদন করতে বলা হয়েছিল। কিন্তু তারা এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। দ্বিতীয় টিম হিসেবে আই লিগ খেলার জন্য আবেদন করেছিল কাশ্মীরের অন্যতম নামী ক্লাব হায়দারেয়া। এআইএফএফ এক বিবৃতিতে বলেছে, ‘আই লিগ খেলা অন্যান্য টিমগুলোকে জানানো হচ্ছে যে, হায়দারেয়া স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির একাধিক অভিযোগ পাওয়া গিয়েছে। তারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে, তা ওই ব্যাঙ্ক থেকেই কখনও ইস্যুই করা হয়নি। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হবে।’
ভারতীয় ফুটবলে এই ঘটনা বিরল। আর সেই কারণেই ফেডারেশন এই ব্যাপারে শুরু থেকেই কড়া হতে চাইছে। বিবৃতিতে এআইএফএফ বলেছে, ‘প্রাথমিক তদন্তের পর ওই ক্লাবের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নেওয়া হবে।’