মাদ্রিদ: লা লিগায় আজ মাদ্রিদ মহারণ। পুনরায় রিয়াল মাদ্রিদ কোচ হওয়ার পর থেকে মস্তিষ্কের লড়াইয়ে এগিয়ে কার্লো আন্সেলোত্তি। ফিফার বর্ষসেরা কোচেরপ দৌড়েও রয়েছেন তিনি। ২০২১ সালে পুনরায় রিয়ালের দায়িত্ব নেন আন্সেলোত্তি। এর পর চারটি মাদ্রিদ ডার্বির মধ্য়ে তিন বারই জয় আন্সেলোত্তির রিয়াল মাদ্রিদের। ডার্বি সবসময়ই আলাদা। সেটা যে দেশের, যে লিগেরই হোক না কেন। লড়াইটা শুধুমাত্র তিন পয়েন্টের নয়। লাখো সমর্থকের আবেগ জড়িয়ে থাকে এই একটা ম্যাচের উপর। স্পেনের রাজধানীতেও এর অন্য়থা নয়। মাদ্রিদ ডার্বি ঘিরে প্রচুর উন্মাদনা কাজ করে। আরও একটা ডার্বি ঘিরে আবেগের জাল বুঁনছেন সমর্থকরা। বিস্তারিত TV9Bangla-য়।
কার্লো আন্সেলোত্তি এবং দিয়েগো সিমোনে। পরস্পরকে খুবই ভালো চেনেন। স্ট্র্য়াটেজি নিয়েও পরিষ্কার ধারনা রয়েছে। রিয়াল মাদ্রিদে দুটি ইনিংস মিলিয়ে ইতালিয়ান কোচ আন্সেলোত্তি সব মিলিয়ে মোট সাত বার মুখোমুখি হয়েছেন সিমোনের। গত চারটি ডার্বি বাদ দিলে, সব মিলিয়ে বেশ একটা ভারসাম্য় রয়েছে। বরং আর্জেন্টাইন কোচ সিমোনের দিকেই পাল্লা ভারী। সাতটির মধ্য়ে চার বার মস্তিষ্কের লড়াই জিতেছেন সিমোনে। এই দুই কোচের প্রথম সাক্ষাৎ ২০১৩-১৪ মরসুমে। রিয়াল মাদ্রিদে সেটাই ছিল আন্সেলোত্তির প্রথম মরসুম। সান্তিয়াগো বার্নাব্য়ুতে দিয়েগো কোস্তার এক মাত্র গোলে জিতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই মরসুমে রিয়াল চ্যাম্পিয়ন হয়েছিল, তবে দ্বিতীয় লেগের ডার্বিতে ২-২ ড্র করেছিল।
এ বার লা লিগার পয়েন্ট তালিকায় দু-দলই দূরত্বে। রিয়াল মাদ্রিদ ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। অ্যাটলেটিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ। এই ম্যাচেও ফেভারিট রিয়াল মাদ্রিদই। বিশেষ করে তাদের তরুণ ফুটবলারদের পারফরম্য়ান্স ভরসা জোগাচ্ছে কার্লো আন্সেলোত্তিকে। বড় ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ কোচ বলছেন, ‘আমি এখানে বন্ধু বানাতে আসিনি। জিততে এসেছি। আমার একটা দুর্বলতা রয়েছে, সেটা হল-সব সময়ই চাই রিয়াল মাদ্রিদ সমর্থকরা খুশি থাকুক। আর সেটা তখনই সম্ভব যখন রিয়াল মাদ্রিদ জিতবে।’