ইনজুরি টাইমের গোলে লাল হলুদের স্বপ্ন ভাঙল হায়দরাবাদ

sushovan mukherjee | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 12, 2021 | 11:06 PM

১৭ ম্যাচে ১৭ পয়েন্ট। ডার্বি ম্যাচের আগে আবার খারাপ রেফারিংয়ের মাশুল দিতে হল লাল-হলুদ ব্রিগেডকে। লিগের তৃতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ এফসি।

ইনজুরি টাইমের গোলে লাল হলুদের স্বপ্ন ভাঙল হায়দরাবাদ
ব্রাইটের গতিতে হেরে হতাশ কাট্টিমানি। ছবি সৌজন্যে: টুইটার (আইএসএল)

Follow Us

এসসি ইস্টবেঙ্গল : ১ হায়দরাবাদ এফসি : ১
(ব্রাইট ৫৯ ) আরিদানে (৯০)

গোয়া: প্রতিপক্ষের আক্রমণ বাঁচিয়ে নিজেদের বক্স থেকে বল ক্লিয়ার করেছিলেন লাল-হলুদ ডিফেন্ডার নারায়ণ দাস। ভেসে আসা সেই বলে অ্যান্টোনিও পিলকিংটনের ব্যাক হেড, আর বিদ্যুৎ গতিতে ব্রাইটের (Bright) একটা সোলো রান। এগিয়ে আসা কাট্টিমানিকে বক্সের মাথায় রেখে বল জড়িয়ে গেল হায়দরাবাদ এফসির (Hyderabad FC) জালে। ৫৯ মিনিটে তিলক মায়দানে জ্বলে উঠল মশাল। কিন্তু ইনজুরি টাইমে হায়দরাবাদ স্ট্রাইকার আরিদানের গোলে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) স্বপ্ন শেষ।

 

 

খেলার প্রথমার্ধে দাপট দেখাল হায়দরাবাদ এফসি। বল দখলের লড়াইতে লাল-হলুদ সমানে সমানে পাল্লা দিলেও প্রতিপক্ষের ডিফেন্সকে চাপে রাখার খেলায় অনেকটাই এগিয়েছিল হায়দরাবাদ এফসি। বিক্ষিপ্ত আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিল এসসি ইস্টবেঙ্গলও। অঙ্কিত মুখোপাধ্যায় সুযোগ নষ্ট করলেন। পিলকিংটনের শট বাঁচালেন কাট্টিমানি। দ্বিতীয়ার্ধেও দাপট বেশি দেখাল নিজামের শহর। লাল হলুদের জয় যখন নিশ্চিত মনে হচ্ছে তখনই আরিদানের গোল।

আরও পড়ুন : চিপকে প্রথম দিন থেকেই ঘুরবে বল, বিশ্বাস রাহানের

ম্যাচের ফল দেখে যদিও বোঝা যাবে না হায়দরাবাদ কতটা চাপে রেখেছিল রাজু গায়কওড়াদের। ডার্বি আগে ভালও ফুটবলের থেকে তিন পয়েন্টটাই বেশি দরকার ছিল। সেটাই পেলেন না মাগোমারা। ৮২ মিনিটে পেনাল্টি থেকে বঞ্চিত হল এসসি ইস্টবেঙ্গল। ব্রাইটে বক্সে ফেলেও বেঁচে গেলেন কাট্টিমানি। উল্টে পেনাল্টির আবেদন করে কার্ড দেখতে হল লাল-হলুদের সহকারি কোচকে। ইনজুরি টাইমে লাল কার্ড দেখলেন হায়দরাবাদের ইয়াসির।

Next Article