চিপকে প্রথম দিন থেকেই ঘুরবে বল, বিশ্বাস রাহানের

রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিলে প্রথম টেস্টে ভারতীয় স্পিনাররা কার্যত কিছু করতে পারেননি। যার প্রভাব পড়েছে ম্যাচে। রাহানে কিন্তু বোলারদের পাশে দাঁড়াচ্ছেন।

চিপকে প্রথম দিন থেকেই ঘুরবে বল, বিশ্বাস রাহানের
চিপকে প্রথম দিন থেকেই ঘুরবে বল, বিশ্বাস রাহানের
Follow Us:
| Updated on: Feb 12, 2021 | 5:09 PM

চেন্নাই: প্রথম টেস্টে (1st Test) ইংল্যান্ডের (England) কাছে হারের পর ভারত (India) যে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজবে, তাতে আশ্চর্য কী! যেমন অবাক হওয়ার ছিল না, চিপকের দ্বিতীয় টেস্টের (2nd Test) পিচে প্রবল ঘূর্ণি থাকবে। ভারতীয় টিমের ভাইস ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) প্রেস মিটে সেটাই কবুল করে নিয়েছেন। বলেছেন, ‘চিপকের এই পিচটা একদম অন্যরকম লাগছে। আমি নিশ্চিত, দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই পিচে বল ঘুরবে। তবে, প্রথম টেস্টের আগে যেমন বলেছিলাম, এ বারও তাই বলব। পিচকে পুরোপুরি বুঝতে হলে আমাদের প্রথম সেশনটা অপেক্ষা করতেই হবে।’

ইংল্যান্ডের কাছে ২২৭ রানে হারের পর ভারতীয় টিম ব্যাপক চাপে পড়ে গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া নিয়ে যেমন, বিরাট কোহলির ক্যাপ্টেন্সি নিয়েও কথা উঠতে শুরু করেছে। রাহানে কিন্তু বলছেন, ‘প্রথম টেস্টে কী ঘটেছে, সেটা আমাদের ভুলতে হবে। এই রকম পরিস্থিতিতে পড়লে কী হয়, সেটা আমরা খুব ভালো করে জানি। কাল থেকে আমাদের জমিয়ে শুরু করতে হবে।’

শাহবাজ নাদিমের পরিবর্তে টিমে ফিরছেন অক্ষর প্যাটেল। তবে, দ্বিতীয় টেস্টে ভারতীয় টিমের কম্বিনেশন কী হবে, রাহানে তা ভাঙতে চাননি। তাঁর কথায়, ‘অক্ষরের ফিট হয়ে ওঠাটা নিঃসন্দেহ ভালো দিক। তবে প্রথম টিম কী হবে, সেটা এখনই বলা যাবে না। আমাদের টিমের সব স্পিনারই কিন্তু চমত্‍কার। যে খেলবে, সেই তার সেরাটা দেবে।’

আরও পড়ুন: ছিটকে গেলেন আর্চার, দ্বিতীয় টেস্টে রুটদের টিমে চার নতুন মুখ

রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিলে প্রথম টেস্টে ভারতীয় স্পিনাররা কার্যত কিছু করতে পারেননি। যার প্রভাব পড়েছে ম্যাচে। রাহানে কিন্তু বোলারদের পাশে দাঁড়াচ্ছেন, ‘প্রথম দুটো দিনের দিকে তাকালে কিন্তু বোঝা যাবে, স্পিনার আর পেস বোলারদের কার্যত কিছু করার ছিল না। ১৯০ ওভার বল করেছি আমরা। ওরা ৫৭৮ রান তুলেছিল। সে দিক থেকে দেখলে আমরা কিন্তু খারাপ বল করিনি। আসলে উইকেটে কিছুই ছিল না। তার পরও বলব, অশ্বিন কিন্তু ভালো বল করেছিল।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ১৬-য় সেরেনা-ওসাকা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ধরলে ভারতীয় বোলাররা ২৭টা নো বল করেছিলেন। ক্যাচ পড়েছে ৩১টা। রাহানেকেও যা চিন্তায় রেখেছে, ‘এটা থেকে বেরনোর জন্য আমরাও খাটছি। ভারতে ক্লোজ-ইন ক্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। কখনও সখনও সেগুলো ধরা যায় না। কেউ ইচ্ছে করে এটা করে না।’

আরও পড়ুন: সুনীলদের নতুন কোচ মার্কো পেজাইউয়োলি