India BrahMos Missile: মাথার উপর হাত ভারতের! এই মুসলিম দেশকে ব্রহ্মস পাঠাতে চলেছে নয়াদিল্লি

India BrahMos Missile: ইন্দোনেশিয়া সফরের সময় সেদেশের প্রশাসনিক কর্তাদের সঙ্গে ব্রহ্মস চুক্তি নিয়ে আলোচনা শুরু করেন ভারতীয় নৌসেনা প্রধান দীনেশ কুমার ত্রিপাঠি। আগামী, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে আসার সম্ভবনা রয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর।

India BrahMos Missile: মাথার উপর হাত ভারতের! এই মুসলিম দেশকে ব্রহ্মস পাঠাতে চলেছে নয়াদিল্লি
ব্রহ্মস মিসাইল Image Credit source: Sonu Mehta/HT via Getty Images | PTI
Follow Us:
| Updated on: Jan 12, 2025 | 6:07 PM

নয়াদিল্লি: ভারতের কাছ থেকে এবার হাইপারসনিক ব্রহ্মস মিসাইল কিনতে চলেছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যা বিশিষ্ট দেশ ইন্দোনেশিয়া। ভারত সরকারের সঙ্গে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে চুক্তিটি সাক্ষর করতে চলেছে ইন্দোনেশিয়া। এবং এই টাকা মেটাতে মুসলিম বহুল দেশটিকে ঋণ দিতে রাজিও হয়ে গিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

ইন্দোনেশিয়া সফরের সময় সেদেশের প্রশাসনিক কর্তাদের সঙ্গে ব্রহ্মস চুক্তি নিয়ে আলোচনা শুরু করেন ভারতীয় নৌসেনা প্রধান দীনেশ কুমার ত্রিপাঠি। আগামী, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে আসার সম্ভবনা রয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর। সেই সময়ই এই ব্রহ্মস চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এক দফা আলোচনায় বসবে দুই দেশের প্রশাসনিক কর্তারা।

জানা গিয়েছে, ভারতের থেকে ব্রহ্মমস কিনতে অধীর আগ্রহে বসে ইন্দোনেশিয়া। এই প্রসঙ্গে ইতিমধ্যে নয়াদিল্লিকে চিঠিও দিয়েছে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী। এর আগে ফিলিপিনকে ব্রহ্মস মিসাইল পাঠিয়েছিল ভারত। ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সাক্ষর হয়েছিল চুক্তি। মাঝে ভিয়েতনামের সঙ্গে ব্রহ্মস চুক্তি সাক্ষরের কথা ছিল ভারতের। কিন্তু তীরে এসেই ডুবে যায় তরী। শেষ মুহূর্তে ভারতের হাত ছাড়ে তারা।

ভারত ও রাশিয়ার মিলিত উদ্দ্যোগে তৈরি হয়েছে এই ব্রহ্মস মিসাইল। দুই দেশের নদীর ভিত্তিতে রাখা হয়েছে নামও। এদেশের ব্রহ্মপুত্র নদ ও রাশিয়ার মস্কভা নদীর নামেই নামকরণ হয়েছে ব্রহ্মসের। ভারতের তিন সেনাবাহিনীর সঙ্গেই এই মিসাইল যুক্ত। আর ক্ষমতা? সেও অপরিসীম। স্টিল্থ প্রযুক্তিতে তৈরি এই মিসাইলের রেঞ্জ ৩০০ থেকে ৫০০ কিমি পর্যন্ত।