Argentina: মেসির দেশে অবাক কাণ্ড, ইউটিউবে ৮০ লাখ ফলোয়ার, সর্বোচ্চ লিগে ইভানকে খেলিয়ে দিল দেপোর্তিভো!

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 12, 2024 | 2:38 PM

Watch Video: বিজ্ঞাপনী দুনিয়ায় ক'টা শব্দ ভীষণ জনপ্রিয়, যো দিখতা হ্য়ায়, ওয়হ বিকতা হয়। তাই বলে কি গুণমান বলে কিছু থাকবে না? এই প্রশ্নই উঠে গিয়েছে। অনেকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন দেপোর্তিভোকে।

Argentina: মেসির দেশে অবাক কাণ্ড, ইউটিউবে ৮০ লাখ ফলোয়ার, সর্বোচ্চ লিগে ইভানকে খেলিয়ে দিল দেপোর্তিভো!
Argentina: মেসির দেশে অবাক কাণ্ড, ইউটিউবে ৮০ লাখ ফলোয়ার, সর্বোচ্চ লিগে ইভানকে খেলিয়ে দিল দেপোর্তিভো!
Image Credit source: X

Follow Us

কলকাতা: ধরুন, বংগাই ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল খেলতে নামলেন! কিংবা মোহনবাগানের হয়ে একাদশে নামলেন লাফটারসেন! অথবা ধরুন, মহমেডানের দেশের সেরা লিগে মাঠে নামিয়ে দিল ঝিলম গুপ্তকে! কেমন হবে ব্যাপারটা? ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা মানে কি তিনি পেশাদার খেলার দুনিয়াতেও সমান গ্রহণযোগ্য? ফলোয়ার থাকলেই সব হয়? এই প্রশ্ন ভারতীয় ফুটবলে দেখা দেয়নি এখনও। তবে বিশ্বকাপজয়ী দেশে তোলপাড় ফেলে দিয়েছে। আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব এমনই কাণ্ড ঘটিয়ে বসেছে। যা নিয়ে শুরুতে বিস্ময় প্রকাশ করলেও তা ঘুরে গিয়েছে সমালোচনার দিকে। কী ঘটেছে ওই দেশে?

ইভান বুহাজেরুক বললে হয়তো অনেকে নাও চিনতে পারেন। কিন্তু স্প্রিন বললে এক ঝকঝকে আর্জেন্টেনিয়ান তরুণের মুখ ভেসে উঠবে। ইউটিউবে যাঁর ফলোয়ার ৮ মিলিয়ন বা ৮০ লক্ষ। ইন্সটাগ্রামে ফলোয়ার ৫০ লক্ষেরও বেশি। সোশ্যাল মিডিয়ায় ইভান যতই জনপ্রিয় হোন না কেন, ফুটবল দূরে থাক, খেলার প্রতি আগ্রহের কথা এতদিন জানা যায়নি। সেই তাঁকেই কিনা সরাসরি লিগের ম্যাচ খেলার জন্য মাঠে নামিয়ে দিল দেপোর্তিভো রিয়েস্ত্রা। এখানেই শেষ নয় চমকের। ডিফেন্স, মাঝমাঠ নয়, ইভান খেললেন স্ট্রাইকার হিসেবে। যেন গোল করতেই নেমেছিলেন তিনি!২৪ বছরের ‘তারকা ফুটবলার’কে অবশ্য বেশিক্ষণ মাঠে রাখা যায়নি। ইভানের দেশের সেরা লিগের ম্যাচ খেলার মেয়াদ ছিল মাত্র ৫০ সেকেন্ড। ক্ষণিকের জন্য হলেও লিও মেসির দেশে হইচই পড়ে গিয়েছে।

এই খবরটিও পড়ুন

বিজ্ঞাপনী দুনিয়ায় ক’টা শব্দ ভীষণ জনপ্রিয়, যো দিখতা হ্য়ায়, ওয়হ বিকতা হয়। তাই বলে কি গুণমান বলে কিছু থাকবে না? এই প্রশ্নই উঠে গিয়েছে। অনেকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন দেপোর্তিভোকে। ফুটবল অবমাননার অভিযোগও উঠেছে। বুয়েনস আইরেসের ক্লাব মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য বিখ্যাত। আর তা করতে গিয়ে নিয়মের জলাঞ্জলিও দিতে পরোয়া করে না। ইভানকে লিগ ওয়ানে খেলানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল চুপিসারে। গত ফেব্রুয়ারি মাসে তাঁর সঙ্গে চুক্তি করা হয়েছিল। গত সপ্তাহের মঙ্গলবার থেকে টিমের সঙ্গে ট্রেনিংও শুরু করেন। সমালোচনার মুখে পড়ে দেপোর্তিভো অবশ্য় দায় এড়ানোর জন্য জানিয়েছে, তাদের প্রধান স্পনসর যে পানীয় সংস্থা, তাদের দাবিতেই এটা করতে হয়েছে। টিমের প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের অনেকেই কিন্তু এটা মেনে নিতে পারছেন না।


ভেলেস সার্সফিল্ডের সঙ্গে খেলা ছিল দেপোর্তিভোর। ৪৩ মিনিটে ওই টিমের হয়ে গোল করা ব্রায়ান রোমেরো বলেছেন, ‘যা ঘটল আজ, ফুটবলের অসম্মান। সমাজের কাছে একটা ভুল বার্তা গেল। যে বাচ্চারা কঠিন পরিশ্রম করে ফুটবলার হওয়ার জন্য, তাদের কাছেও ভুল মেসেজ গেল। ফুটবলটা এমন নয়। লড়াই, হার, লড়াই দিয়ে এই খেলাটা মোড়া।’ এই পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব থাকতে পারে, কিন্তু খেলার দুনিয়া স্বতন্ত্র। সেখানে পা রাখতে গেলে ঘাম-রক্ত ঝরাতে হয়। ৫০ সেকেন্ড খেলে কি ইভান বুহাজেরুক বুঝতে পেরেছেন? এই প্রশ্নই তুলে দিয়েছেন ফুটবলার তামাম ভক্তরা।

Next Article