AFC Asian Cup Qualifiers: হন্ডার দলের বিরুদ্ধে নামার আগে চনমনে সুনীল-লিস্টনরা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 08, 2022 | 9:00 AM

ভারতীয় ফুটবল টিম, কম্বোডিয়া, ভারত বনাম কম্বোডিয়া, এশিয়ান কাপ যোগ্যতা পর্ব, সুনীল ছেত্রী

AFC Asian Cup Qualifiers: হন্ডার দলের বিরুদ্ধে নামার আগে চনমনে সুনীল-লিস্টনরা
সাংবাদিক সম্মেলনে ইগর স্টিমাচ-সন্দেশ ঝিঙ্গান।
Image Credit source: Indian Football Team Twitter

Follow Us

কলকাতা: ৩ বছর পর আবারও যুবভারতীতে নামছে ভারতীয় দল (Indian Football Team)। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন (AFC Asian Cup Qualifier) রাউন্ডের ম্যাচে কম্বোডিয়ার (Combodia) বিরুদ্ধে নামছেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। ফিফা ক্রমতালিকায় ১৭১ নম্বরে আছে কম্বোডিয়া। ভারতের চেয়ে কয়েক যোজন পিছিয়ে। যদিও প্রতিপক্ষকে হালকা চোখে দেখতে নারাজ ভারতীয় শিবির। টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য কম্বোডিয়া ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন রাহুল ভেকে। তাই বিকল্প ফুটবলারদের নিয়েই পরিকল্পনা করছেন কোচ স্টিমাচ। ভারতের ম্যাচ ঘিরেও তুমুল উন্মাদনা। যুবভারতী থেকে আইএফএ, সর্বত্র টিকিটের চাহিদা।

যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। গ্রুপ টপার হলেই মিলবে মূলপর্বে খেলার ছাড়পত্র। কোচ স্টিমাচ বলছেন, ‘আমরা আশাবাদী, দর্শক ভর্তি যুবভারতীকে একটা ভালো ম্যাচ উপহার দিতে পারব। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই আমরা। ম্যাচে ৯০ মিনিট দাপট দেখাতে চাই আমরা।’

সাম্প্রতিক কালে ভারতের পারফরম্যান্স গ্রাফ একেবারেই ঊর্ধ্বগামী নয়। কিছুদিন আগেই জর্ডনের কাছে ফ্রেন্ডলি ম্যাচে হেরেছে ভারত। চোট সারিয়ে মাঠে ফিরেছেন সন্দেশ ঝিঙ্গান। এএফসি কাপে এটিকে মোহনবাগানের হয়ে শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন। জর্ডনের বিরুদ্ধেও ফ্রেন্ডলি ম্যাচে খেলেন। কম্বোডিয়ার বিরুদ্ধে রক্ষণে ভরসা সন্দেশই।

এএফসি কাপের কোয়ালিফিকেশন রাউন্ডই ইগর স্টিমাচের কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে। নিজেও ভালো মতো জানেন, এই টুর্নামেন্টে ব্যর্থ হলেই চাকরি যাবে। অনুশীলনে এ দিন বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় সুনীল ছেত্রীকে। কম্বোডিয়ার বিরুদ্ধে সুনীলের পা থেকে গোল দেখতে মুখিয়ে যুবভারতীতও। লিস্টন কোলাসো, মনবীর সিংরাও যুবভারতীতে গোল করার জন্য উন্মুখ হয়ে আছেন।

কম্বোডিয়া ফিফা ক্রমতালিকায় ১৭১ নম্বরে আছে। দলে কোনও তারকা ফুটবলার নেই। আকর্ষণের কেন্দ্রে কেইসুকে হন্ডা।  জাপানের প্রাক্তন বিশ্বকাপার কম্বোডিয়ার ম্যানেজার। তিনিই দলটার মূল চাবিকাঠি। দল যতই পিছিয়ে থাকুক, নিজের অভিজ্ঞতা দিয়ে ফুটবলারদের মোটিভেট করছেন। সুনীল যে কোনও সময় গোল তুলে নিতে পারেন, জানেন বলেই তৈরি থাকার বার্তা দিয়েছেন।

একদিকে যখন ভারতের ম্যাচের প্রহর গুনছে যুবভারতী, তখন টিকিট ঘিরে ক্ষোভের আঁচ। টিকিট বন্টন প্রক্রিয়া নিয়ে ফেডারেশনকে একহাত নিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘ম্যাচটা কারা আয়োজন করছে, সেটাই বুঝতে পারছিলাম না। ফেডারেশন ধোঁয়াশায় রেখে দিয়েছিল। বিনামূল্যে টিকিট। চাহিদা তো বেশি হবেই। কী ভাবে টিকিট বণ্টন করা হবে, সেটা পরিষ্কার জানা উচিত। আফগানিস্তান ম্যাচের আগে যাতে আর কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে ফেডারেশনের সঙ্গে কথা বলব।’

Next Article