ইভাঙ্কাকে কি বিয়ের প্রস্তাব দিলেন সন্দেশ?

রাশিয়ান বান্ধবী ইভাঙ্কা পাভলোভার (Ivanka Pavlova) সঙ্গে বিয়ের বন্ধনে জড়াতে চলেছেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। বেশ কিছুদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন রাশিয়ান সুন্দরীর সঙ্গে। আইএসএলের (ISL) সময় একসঙ্গে ছিলেনও। নানা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নানা সময় পোস্ট করেছেন যুগল। তাঁদের প্রেম নিয়ে চর্চাও শুরু হয়েছিল ফুটবলমহলে। ভারতীয় ডিফেন্ডার এ বার ইভাঙ্কাকে বিয়ের প্রস্তাব দিলেন। ইভাঙ্কা এক দিকে যেমন ফটোগ্রাফার, পেন্টার, তেমনই মেকআপ আর্টিস্ট, পাবলিক রিলেশন অফিসারও। মস্কোর মেয়ের সঙ্গে কখন, কী ভাবে প্রেম হল সন্দেশের, তা অবশ্য কেউই জানাননি। এই ইন্দো-রুশ প্রেমিক-প্রেমিকাই বিয়ে করতে চলেছেন। তবে তা কখন করবেন, এখনও দিনক্ষণ না জানা গেলেও এনগেজমেন্টের প্রস্তাব যে দিয়েছেন সন্দেশ, তা ফাঁস করে দিয়েছেন ইভাঙ্কাই। ইন্সটাতে ইভাঙ্কা এই খবর জানিয়ে লিখেছেন, 'আমি হ্যাঁ বলেছি!'

| Updated on: Apr 01, 2021 | 2:15 PM
এই ছবি শেয়ার করেই ভক্তদের তাঁদের এনগেজমেন্টের কথা জানান ইভাঙ্কা। তিনি লেখেন, 'আমি হ্যাঁ বলেছি!'

এই ছবি শেয়ার করেই ভক্তদের তাঁদের এনগেজমেন্টের কথা জানান ইভাঙ্কা। তিনি লেখেন, 'আমি হ্যাঁ বলেছি!'

1 / 5
সন্দেশ ও ইভাঙ্কা কোনদিনই তাঁদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি।

সন্দেশ ও ইভাঙ্কা কোনদিনই তাঁদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি।

2 / 5
ইন্সটাগ্রামে মাঝেমধ্যেই দু'জনই নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন।

ইন্সটাগ্রামে মাঝেমধ্যেই দু'জনই নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন।

3 / 5
ভালোবেসে ইভাঙ্কা সন্দেশকে পুজ়ো বলে ডাকেন।

ভালোবেসে ইভাঙ্কা সন্দেশকে পুজ়ো বলে ডাকেন।

4 / 5
সন্দেশের ভক্তরা এই জুটিকে নিয়ে চর্চায় মেতেছে।

সন্দেশের ভক্তরা এই জুটিকে নিয়ে চর্চায় মেতেছে।

5 / 5
Follow Us: