কলকাতা: ডুরান্ড কাপের শেষ আটে ওঠার পথ বেশ কঠিন। নিজেদের জয়ের পাশাপাশি ইন্ডিয়ান নেভি বনাম রাজস্থান ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে ফেরান্দোকে। ওই ম্যাচে রাজস্থান জিতলেই পৌঁছে যাবে ডুরান্ড কাপের (Durand Cup 2022) কোয়ার্টার ফাইনালে। সে সব নিয়ে মাথা ঘামাতে নারাজ বাগানের স্প্যানিশ কোচ। বুধবার কিশোরভারতী স্টেডিয়ামে নৌ সেনার (Indian Navy) বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিল নেভি। বিপক্ষ দল বিদেশিহীন হলেও, হালকা চোখে দেখতে নারাজ ফেরান্দো। ৭ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে কুয়ালা লামপুর এফসির বিরুদ্ধে ম্যাচ এটিকে মোহনবাগানের। তার আগে নিজেদের গুছিয়ে নিতে চান বাগান কোচ।
কার্ড সমস্যায় নৌ সেনা ম্যাচে নেই হুগো বোমাস। অন্যান্য দিন ম্যাচের আগে ক্লোজড ডোর অনুশীলন করলেও, নেভি ম্যাচের আগের দিন বাগান প্র্যাকটিসে অবাধ প্রবেশে ছাড় দেওয়া হয়। শেষ আটে ওঠার অঙ্ক বেশ কঠিন। তাই নেভি ম্যাচের আগের দিন আর রুদ্ধদ্বার অনুশীলন করালেন না বাগান কোচ।
নৌ সেনা ম্যাচের আগে ফেরান্দো বললেন, ‘ডার্বি জিতলেও আমাদের দল তৈরির কাজ এখনও বাকি। সেটা চলবে। যে ম্যাচই জিতি, তার পরের প্র্যাকটিস সেশন আর ম্যাচে উন্নতি করাই আমার লক্ষ্য। প্রতিদিন নিজেদের উন্নতি না করলে, সাফল্য ধরে রাখা বেশ কঠিন।’
ডার্বির ৪৮ ঘণ্টার মধ্যেই ফের একটা ম্যাচ। এ প্রসঙ্গে বাগান কোচ বলেন, ‘এ রকম আর্দ্রতার মধ্যে এত কম সময়ে খেলাটা বেশ সমস্যার। আমার হাতে ২৫ জন ফুটবলার আছে। দলকে সবাই সাহায্য করতে প্রস্তুত। প্রত্যেকেই মাঠে নিজের একশো শতাংশ দিতে চায়।’
বিপক্ষ নৌ সেনা দলকে নিয়ে ফেরান্দো বলেন, ‘টিমগেমেই ওরা ভরসা করে। নিঃসন্দেহে কঠিন ম্যাচ। পাল্টা আক্রমণেও যায়। আমাদের এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেতেই হবে। তাই চাপ অনেকটাই বেশি। ম্যাচ জেতার পরই শেষ আটের অঙ্ক নিয়ে ভাবনা চিন্তা শুরু করব।’
ডুরান্ড কাপের তিনটে ম্যাচেই গোল মিসের বহর দেখিয়েছেন বাগান ফুটবলাররা। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দেওয়ার মাশুন গুনছে এটিকে মোহনবাগান। গোল মিস নিয়ে অবশ্য চিন্তিত নন ফেরান্দো। তাঁর মতে, ‘গোলের সুযোগ তৈরি করতে না পারলে চিন্তা বাড়ত। যদি দেখতাম, আমরা খেলার দখল নিতে পারছি না তাহলেও চিন্তা হত। সবে মরসুম শুরু হয়েছে। ভুল ত্রুটি শুধরেই আমাদের অনুশীলন পর্ব চলছে। আশা করি, ঠিক সময়ে দল নিজেদের মেলে ধরবে।’
এ দিকে, শহরে এলেন মোহনবাগানের ষষ্ঠ বিদেশি দিমিত্রি পেত্রাতোস। স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে দুপুরেই কলকাতা বিমানবন্দরে পা রাখেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। এএফসি কাপের ম্যাচের আগে পেত্রাতোসকে হাতে পেয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত কোচ হুয়ান ফেরান্দো। মোহনবাগানে যে ভাবে ফিনিশিরারের অভাব দেখা দিয়েছে, তা কিছুটা হলেও এ বার কমবে।