ISL 2021-22: ইস্পাত নগরীর কাছে হেরে ফের ধাক্কা সবুজ-মেরুনে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 06, 2021 | 10:17 PM

খেলার প্রথম থেকেই কিছুটা অগোছালো ফুটবল খেলতে দেখা যায় দুই শিবিরকেই। যদিও প্রাধান্য দেখায় জামশেদপুর এফসিই। চার ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের পাঁচ নম্বরে নেমে গেল এটিকে মোহনবাগান। চলতি লিগে এখনও অপরাজিত জামশেদপুর এফসি। ৪ ম্যাচে ৮ নিয়ে একলাফে ২ নম্বরে উঠে এল ইস্পাত নগরীর দল।

ISL 2021-22: ইস্পাত নগরীর কাছে হেরে ফের ধাক্কা সবুজ-মেরুনে
ISL 2021-22: ইস্পাত নগরীর কাছে হেরে ফের ধাক্কা সবুজ-মেরুনে

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

জামশেদপুর এফসি ২ (লেন ৩৭, লিমা ৮৪) : এটিকে মোহনবাগান ১ (প্রীতম ৮৯)

ডার্বিতে বড় ব্যবধানে জয়ই কি আত্মতুষ্টির কারণ? এই প্রশ্নই এখন খুঁজে বেড়াচ্ছে সবুজ-মেরুন জনতা। আইএসএলে পরপর দুই ম্যাচে হার এটিকে মোহনবাগানের। মুম্বই সিটি এফসির কাছে ১-৫ গোলে বিধ্বস্ত হওয়ার পর, জামশেদপুর এফসির কাছে ১-২ গোলে হারল হাবাসের ছেলেরা। আইএসএলে এর আগে শেষ কবে টানা ২ ম্যাচে হেরেছে এটিকে মোহনবাগান সেই উত্তর হাতরে বেড়াচ্ছেন সর্মথকরা। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা যে ভাবে গোল মিস করলেন তাতে চিন্তায় ঘুম উড়তে ব্যর্থ হাবাসের। হার্টলে, সাবিয়া, প্রণয় হালদারদের ফিজিক্যাল ফুটবলের কাছেই আটকে গেলেন বোমাস-কৃষ্ণা-মনবীররা।

আজকের ম্যাচে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) নেতৃত্ব দেন রয় কৃষ্ণা (Roy Krishna)। দীপক টাঙরি গত ম্যাচে লাল কার্ড দেখায় তাঁর পরিবর্তে আশুতোষ মেহতাকে (Ashutosh Mehta) শুরু থেকে খেলান আন্তোনিও হাবাস (Antonio Habas)। চোট সারিয়ে রিজার্ভ বেঞ্চে ফেরেন তিরি। যদিও মাঠে নামলেন না। মুম্বই ম্যাচে হারের ধাক্কা থেকে শিক্ষা নিয়েই রক্ষণে বাড়তি নজর দেন হাবাস। তাতে অবশ্য লাভের লাভ কিছুই হয়নি। খেলার শুরুতেই সহজ সুযোগ নষ্ট করেন রয় কৃষ্ণা। জামশেদপুরের স্টুয়ার্টের শট আটকান অমরিন্দর।

খেলার প্রথম থেকেই কিছুটা অগোছালো ফুটবল খেলতে দেখা যায় দুই শিবিরকেই। যদিও প্রাধান্য দেখায় জামশেদপুর এফসিই। এরই মাঝে এটিকে মোহনবাগানের বক্সে হানা দিয়ে গোল করে যান সেমিলেন ডঙ্গেল। ৩৭ মিনিটে ডান পায়ের কোনাকুনি শটে পরাস্ত করেন অমরিন্দর সিংকে। দুরন্ত গোল করে জামশেদপুরকে ১-০ এগিয়ে দেন লেন। একদা লাল-হলুদে খেলা মণিপুরের এই ফুটবলারই প্রীতম-শুভাশিসদের দুর্বলতা দেখিয়ে দেন। এর কিছু পরেই গোল করার মতো জায়গায় পৌঁছে যায় এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণার শট জামশেদপুর এফসির গোলকিপার টিপি রেহনেশ ফস্কান। গোললাইন সেভ করেন জামশেদপুরের ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে প্রবীর দাস, ডেভিড উইলিয়ামসকে নামিয়ে আক্রমণে জোর বাড়ান হাবাস। সাবিয়া-হার্টলেদের আঁটোসাঁটো রক্ষণ ভেদ করতে ব্যর্থ হন বাগান ফুটবলাররা। বোমাসের শট জামশেদপুরের বক্সে সাবিয়ার হাতে লাগলেও রেফারির নজর এড়িয়ে যায়। ৮৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে ফের গোল তুলে নেয় জামশেদপুর। পরিবর্ত হিসেবে মাঠে নেমেই প্রথম টাচে গোল করেন অ্যালেক্স লিমা। ৫ মিনিট বাদেই প্রীতম কোটাল গোল করে ব্যবধান কমান। তবে এই গোলটির সময় অফসাইডে ছিলেন প্রীতম। ৬ মিনিট ইনজুরি টাইমেও গোল পরিশোধে ব্যর্থ হয় এটিকে মোহনবাগান। জনি কাউকোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

চার ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের পাঁচ নম্বরে নেমে গেল এটিকে মোহনবাগান। চলতি লিগে এখনও অপরাজিত জামশেদপুর এফসি। ৪ ম্যাচে ৮ নিয়ে একলাফে ২ নম্বরে উঠে এল ইস্পাত নগরীর দল।

এটিকে মোহনবাগান: অমরিন্দর, প্রীতম, সুমিত (প্রবীর), আশুতোষ, শুভাশিস, কার্ল ম্যাকহিউ (ডেভিড), জনি কাউকো, হুগো বোমাস, লেনি রডরিগেজ, মনবীর সিং (লিস্টন), রয় কৃষ্ণা।

Next Article