এসিএলে খেলার স্বপ্ন অধরা রয় কৃষ্ণাদের

Debasmita Chakraborty |

Feb 28, 2021 | 10:20 PM

বাম্বোলিমে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারল না হাবাসের দল। শুরু থেকেই একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে বাজিমাত মুম্বইয়ের। এটিকে মোহনবাগানকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে মুম্বই সিটি এফসি।

এসিএলে খেলার স্বপ্ন অধরা রয় কৃষ্ণাদের
এটিকে মোহনবাগানকে হারিয়ে এসিএলে মুম্বই। ছবি: টুইটার

Follow Us

মুম্বই সিটি এফসি- ২                                                    :                                         এটিকে মোহনবাগান- ০

(ফল ৭, ওগবেচে ৩৯)   

বাম্বোলিম: ঠোঁট আর কাপের মাঝের দূরত্বটুকু রয়েই গেল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন অধরা এটিকে মোহনবাগানের। মুম্বই সিটি এফসির কাছে ০-২ গোলে হার সবুজ-মেরুনের। ফলে ইতিহাস তৈরি করতে পারলেন না রয় কৃষ্ণারা। ড্র করলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়ে যেতেন প্রীতমরা। বাম্বোলিমে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারল না হাবাসের দল। শুরু থেকেই একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে বাজিমাত মুম্বইয়ের। এটিকে মোহনবাগানকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে মুম্বই সিটি এফসি।

আরও পড়ুন: প্রতিশ্রুতি দিয়ে দেশে ফিরছেন ব্রাইট

খেলার শুরুতেই এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। ম্যাচের বয়স তখন ৭ মিনিট। ফ্রিকিক থেকে আহমেদ জাহুর নেওয়া শটে হেডে গোল করে মুম্বই সিটি এফসিকে শুরুতেই এগিয়ে দেন মৌরতাদা ফল (১-০)। ১৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সন্দেশ ঝিঙ্গান। তাঁর বদলে মাঠে নামেন প্রবীর দাস। এটিকে মোহনবাগান খেলায় ফিরে আসার লড়াই চালালেও ফের গোল হজম করেন প্রীতমরা। ৩৯ মিনিটে মুম্বই ফ্রিকিক পেলে সেখান থেকে শট নেন সান্তানা। পোস্টে লেগে বল প্রতিহত হয়ে ফিরতেই অনেকটা লাফিয়ে হেডে গোল করে সবুজ-মেরুনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ওগবেচে (২-০)।

 

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন আনেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও হাবাস। লেনি রডরিগেজের বদলে এডু গার্সিয়া আর তিরির পরিবর্তে সালাম রঞ্জন সিংকে মাঠে নামান সবুজ-মেরুন কোচ। গোল প্রতিশোধের এটিকে মোহনবাগান ঘনঘন আক্রমণ শানাতে থাকে। ৬০ মিনিটে প্রবীর দাসের শট ক্রসপিসে লেগে প্রতিহত হয়। ৬৪ মিনিটে ডেভিড উইলিয়ামসের দুরপাল্লার জোরালো শট বাঁচিয়ে দেন অমরিন্দর সিং।
এসিএলে খেলতে হলে এই ম্যাচটা জিততেই হত মুম্বইকে। সেই তাগিদেই মাঠে নেমেছিলেন লে ফন্ড্রে, ওগবেচেরা। নিখুঁত গেমপ্ল্যানেই হাবাসকে টেক্কা দিলেন লোবেরা। দু’টি পর্বেই রয় কৃষ্ণাদের হারালেন ওগবেচেরা। লিগ টেবিলের শীর্ষে থাকায় আইএসএলের শিল্ডও জিতল মুম্বই সিটি এফসি।

 

প্লে অফে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। ৬ তারিখ খালিদ জামিলের দলের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে নামবেন প্রীতম কোটালরা। অন্যদিকে প্লে অফে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে চেন্নাই সিটি এফসি।

এটিকে মোহনবাগান: অরিন্দম, প্রীতম, সন্দেশ (প্রবীর), তিরি (সালাম), লেনি (এডু গার্সিয়া), প্রণয়, ম্যাকহিউ, মনবীর, মার্সেলিনহো (জাবি হার্নান্ডেজ), ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা

Next Article