ভুল শুধরে জয়ে ফেরার চ্যালেঞ্জ হাবাসের দলের

sushovan mukherjee |

Dec 09, 2020 | 7:31 PM

শুক্রবার হায়দরাবাদ এফ সি-র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। ৪ ম্যাচ পর ৯ পয়েন্টে দাঁড়িয়ে হাবাসের দল।

ভুল শুধরে জয়ে ফেরার চ্যালেঞ্জ হাবাসের দলের
জয়ে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান ফুটবলাররা। ছবি-আইএসএল।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: ভালসকিস ঝড়ে তছনছ হয়ে গেছে সবুজ-মেরুনের দুভের্দ্য ডিফেন্স। টানা তিন ম্যাচ পর হারের মুখ দেখতে হয়েছে হাবাসের দলকে। দুটো গোলই হজম করতে হয়েছে সেটপিস থেকে। হায়দরাবাদ এফ সি-র বিরুদ্ধে নামার আগে নিজেদের ভুল শুধরে নিতে চান এটিকে মোহনবাগানের ডিফেন্ডার-রা। জামশেদপুরের মতই সেটপিসে দক্ষ হায়দরাবাদ এফ সি। সেটপিস থেকে গোলও পাচ্ছে দক্ষিণের দলটি। তাই সবুজ-মেরুন ডিফেন্সের অন্যতম স্তম্ভ তিরি বলছেন, “আমাদের লক্ষ্য থাকবে বিপক্ষের আক্রমণ সঠিকভাবে প্রতিহত করা।”

জামশেদপুরের বিরুদ্ধে হারকে একটা খারাপ দিন হিসাবেই দেখছেন প্রথম আইএসএল ডার্বিতে এটিকে মোহনবাগানের অধিনায়কত্ব করা প্রীতম কোটাল। তবে ভালসকিসদের বিরুদ্ধে হারের জন্য ডিফেন্সকে কাঠগড়ায় তুলতে নারাজ তিনি। তার স্পষ্ট বক্তব্য, “জিতলে সবার কৃতিত্ব।হারলেও ব্যর্থতা সবার।” হায়দরাবাদ ম্যাচকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসাবে দেখছে হাবাসের দল। শুক্রবারের ম্যাচের আগে ভুলক্রুটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করছেন প্রীতম-প্রবীর-রা।

আরও পড়ুন: ফিট রোহিতকে অস্ট্রেলিয়ায় চান সচিন

৩ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৬ নম্বরে আছে হায়দরাবাদ এফ সি। তা সত্বেও এটিকে মোহনবাগান শিবিরে বাড়তি গুরুত্ব পাচ্ছে শুক্রবারের ম্যাচ। দলের স্প্যানিশ মিডফিল্ডার এডু গার্সিয়া বলছেন, “আইএসএলের সব ম্যাচই কঠিন।প্রত্যেক দলকেই সমান গুরুত্ব দিচ্ছি আমরা।” জামশেদপুর ম্যাচে বিপক্ষকে প্রচুর কর্ণার আর ফ্রি কিক মারার সুযোগ করে দিয়েছিলেন সন্দেশ-তিরিরা। হায়দরাবাদ ম্যাচে তা কিছুতেই করতে দেওয়া যাবে না বলে সতীর্থদের সতর্ক করে দিচ্ছেন হাবাসের দলের মিডফিল্ড জেনারেল।

Next Article