৯৪৭ দিন পর মঙ্গলবার রাতে ফুটবল মাঠে আবার দেখা হল মেসি আর রোনাল্ডোর। দুই মহাতারকার মহারণে বাজিমাত করলেন সিআর সেভেন। তাঁর জোড়া গোলের সঙ্গে দলের জয়, ক্লাব কেরিয়ারে নতুন রেকর্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ম্যাচে মেসির ডেরায় গিয়ে নায়ক রোনাল্ডো (Ronaldo)।