রুশ ফটোগ্রাফার ইভানকার সঙ্গে চুটিয়ে প্রেম সন্দেশের

sushovan mukherjee |

Feb 01, 2021 | 3:45 PM

প্রেমের কোনও ভাষা হয় না। শুধু চর্চা চলতে পারে। সন্দেশ আর ইভানকাকে নিয়ে এখন ফুটবলমহলে, ভক্তমহলে যা চলছে!

রুশ ফটোগ্রাফার ইভানকার সঙ্গে চুটিয়ে প্রেম সন্দেশের
রুশ সুন্দরীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে সন্দেশ। ছবি সৌ: ইনস্টাগ্রাম

Follow Us

কলকাতা:পুজ়ো কার ভালোবাসার নাম? যদি খোঁজ শুরু করা যায়, বেরিয়ে আসবে এক আশ্চর্য প্রেমকাহিনি। যে গল্পে এখন জড়িয়ে পড়েছেন এক ভারতীয় ফুটবল তারকা। যিনি এখন খেলছেন সবুজ-মেরুন জার্সিতে।
ফেসবুক আর ইন্সটা বলছে, তাঁর নাম ইভানকা পাভলোভা।
ওয়েবসাইট বলছে, পেশা ফটোগ্রাফি। নেশা, ট্রাভেলার। ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট। পিআরও।
বাড়ি মস্কো। কারেন্ট লোকেশন, গোয়ার নভোটেল। এই ইভানকা হঠাৎ কেন চর্চায়? তাঁর প্রেমিকের জন্য। ভারতীয় ফুটবল যাঁকে চেনে সন্দেশ ঝিঙ্গান নামে!
বছর কয়েক আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রেমে পড়েছিলেন রাশিয়ান মডেল ইরিনা শায়েকের। যে উদ্দাম প্রেম নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল দুনিয়া। ফটোগ্রাফাররা সে সময় ছায়ার মতো অনুসরণ করতে এই দু’জনকে। ভারতীয় ফুটবলেও ঢুকে পড়েছেন এক রাশিয়ান। ইন্সটাগ্রামে সন্দেশের সঙ্গে প্রাগাঢ় প্রেমের ঘনঘন বার্তাও দিচ্ছেন ইভানকা। ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও পোস্ট করছেন। এই মুহূর্তে গোয়াতেই রয়েছেন তিনি।
সন্দেশের সুন্দরী রুশ প্রেমিকাকে নিয়েও কম চর্চা নেই। পেশা বা নেশা যাই হোক না কেন, ইভানকা এখন পুরোমাত্রায় সন্দেশের প্রেমে ডুবে রয়েছেন। ইন্সটা স্টোরিতে সন্দেশের খেলার একটা ছবি পোস্ট করে লিখেওছেন, ‘পুজ়ো, প্রথম যে দিন দেখা হয়েছিল তোমার সঙ্গে, সে দিন থেকে তোমার সমস্ত আবেগ আমার চোখে দেখেছি। তোমার মোটিভেশন, দায়বদ্ধতা, প্রতিভা, শৃঙ্খলায় আমি মুগ্ধ। সব সময় তুমি কিছু করার চেষ্টা করো। শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য, টিমের জন্যও।’
এতেই শেষ নয়, নিজের মনের আকুতিও গোপন রাখেননি ইভানকা। মোহনবাগানের ডিফেন্ডারকে স্পষ্ট লিখেছেন, ‘তোমায় মনপ্রাণ ঢেলে ভালোবাসি। তোমার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করে রয়েছে।’ সঙ্গে একটা ফুটনোটও দিয়েছেন ইভানকা। লিখেছেন, ‘তুমি তো জানো, আমার ইংরেজি একদম ভালো নয়। কিন্তু আমি জানি, নীরব থাকলেও আমার ভাষা তুমি ঠিক বুঝে নেবে।’
সত্যিই তো, প্রেমের কোনও ভাষা হয় না। শুধু চর্চা চলতে পারে। সন্দেশ আর ইভানকাকে নিয়ে এখন ফুটবলমহলে, ভক্তমহলে যা চলছে!
Next Article