দর্শক রেখেই হবে মোতেরা টেস্ট 

সংস্কারের পর মোতেরা এখন ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দিয়েই আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে মোতেরার

দর্শক রেখেই হবে মোতেরা টেস্ট 
দর্শক রেখেই হবে মোতেরা টেস্ট। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Feb 01, 2021 | 3:19 PM
নয়াদিল্লি: চেন্নাই টেস্ট নিয়ে এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি বিসিসিআই, তবে মোতেরাতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টে দর্শক হাজির থাকবে।গত সপ্তাহেই ক্রীড়ামন্ত্রক জানিয়ে দিয়েছে, দেশের মাঠে যে কোনও খেলার সময় গ্যালারি ভর্তি দর্শক রাখা যাবে। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘সমর্থকদের কাছে এটা একটা ভালো খবর যে, মোতেরা টেস্ট দেখার সুযোগ পাবে তারা।’
সংস্কারের পর মোতেরা এখন ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দিয়েই আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে মোতেরার। তাই মোতেরার মেগা ইভেন্টকে স্মরণীয় রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে চলেছে বোর্ড। যা নিয়ে অবশ্য এখনও কিছু বলতে পারছেন না বোর্ডের কর্তারা।
চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে পঞ্চাশ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দিতে পারে বোর্ড। তামিলনাড়়ু ক্রিকেট সংস্থার সঙ্গে এ নিয়ে কথাও চালাচ্ছেন কর্তারা। কিন্তু তা নিয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি রাজ্য ক্রিকেট সংস্থা। এক কর্তা বলেছেন, ‘তামিলনাড়ু সরকার পঞ্চাশ শতাংশ দর্শক ঢোকার ব্যাপারটা অনুমতি দিয়েছে। কিন্তু সেটা সম্ভব কিনা, তা নির্ভর করছে বিসিসিআই ও ইসিবির উপর। দুই দেশের বোর্ডকে আলোচনা করে ঠিক করতে হবে।’
পাশাপাশি অন্য একটা প্রশ্নও জন্ম নিচ্ছে, ক্রিকেটে যদি দর্শক ফেরে, অন্য খেলাগুলোর ক্ষেত্রে কী হবে? তা নিয়ে এখনও পরিষ্কার নয় ছবিটা। ক্রিকেটের সঙ্গে সঙ্গে কি আইএসএলের বাকি ম্যাচগুলোতেও দর্শক থাকবে গ্যালারিতে?