গ্রেফতার করা হবে শুনেই যুবতীর আবদার, ‘আসার সময় মোমো নিয়ে আসবেন’!

Digital Arrest: যুবতীর কাছে গত বৃহস্পতিবার ফোন আসে। দোনামনা করে ফোন ধরলে ও'প্রান্ত থেকে বলা হয়, যুবতীর ফোনে অশ্লীল ভিডিয়ো রয়েছে। যাবতীয় প্রমাণ রয়েছে। থানায় আসতে হবে। নাহলে তাঁকে বাড়িতে গিয়ে গ্রেফতার করা হবে।

গ্রেফতার করা হবে শুনেই যুবতীর আবদার, 'আসার সময় মোমো নিয়ে আসবেন'!
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jan 13, 2025 | 9:24 AM

লখনউ: এ তো চোরের উপরে বাটপারি। ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করেছিল প্রতারকরা। কিন্তু যুবতী এমন জবাব দিলেন, যাতে হকচকিয়ে গেল প্রতারকরাই। অশ্লীল ছবি রয়েছে ফোনে, গ্রেফতারির ভয় দেখায় প্রতারকরা। সব শুনে যুবতীর উত্তর, “আমি খুব মোমো খেতে ভালবাসি। গ্রেফতার করতে এলে পাড়ার মোড়ের দোকান থেকে মোমো নিয়ে আসবেন।”

দিনে দিনে সাইবার প্রতারণা বেড়েই চলেছে। নতুন প্রতারণার চল এখন ডিজিটাল অ্যারেস্ট। বিভিন্নভাবে ভয় দেখিয়ে কার্যত গৃহবন্দি করে রাখা হয় সাধারণ মানুষকে। কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। গ্রেফতারির ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় টাকা। এমন ঘটনা আকছার ঘটছে। সরকারের তরফেও এই প্রতারণা নিয়ে সতর্ক করা হচ্ছে।

সতর্কতার ফলেই সাইবার প্রতারকদের ঘোল খাওয়ালেন এক যুবতী। জানা গিয়েছে, উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা ওই যুবতীর কাছে গত বৃহস্পতিবার ফোন আসে। অচেনা নম্বর দেখে ট্রু-কলারে নাম দেখার চেষ্টা করে যুবতী, কিন্তু কোনও নামই দেখা যায়নি। এতেই সতর্ক  হন যুবতী।

দোনামনা করে ফোন ধরলে ও’প্রান্ত থেকে বলা হয়, যুবতীর ফোনে অশ্লীল ভিডিয়ো রয়েছে। যাবতীয় প্রমাণ রয়েছে। থানায় আসতে হবে। নাহলে তাঁকে বাড়িতে গিয়ে গ্রেফতার করা হবে।

গ্রেফতারির কথা শুনে যেখানে সবাই ভয় পেয়ে যায়, সেখানেই যুবতী একটুও ঘাবড়াননি। প্রতারকরা ফোন করেছে, এই কথা বুঝতে পেরেই মজা করে বলেন, “গ্রেফতার করতে আসতেই পারেন, তবে খালি হাতে আসবেন না। আমি মোমো খেতে ভালবাসি। আসার সময় পাড়ার মোড়ের দোকান থেকে আমার জন্য মোমো কিনে আনবেন। আর হ্যাঁ, মেয়োনিজটা নিতে ভুলবেন না।”

যুবতী প্রতারণার ফাঁদ বুঝতে পেরে গিয়েছে, এ কথা বুঝে প্রতারকরা ফোন কেটে দেন।