মা দুর্গার নামে বিরুষ্কার মেয়ে ভামিকা

অনুষ্কা আপাতত মেয়ে ভামিকাকে নিয়েই ব্যস্ত। আর বিরাট, ইংল্যান্ড সিরিজের জন্য তৈরি করছেন নিজেকে

মা দুর্গার নামে বিরুষ্কার মেয়ে ভামিকা
ছবি-অনুষ্কা শর্মার টুইটার।
Follow Us:
| Updated on: Feb 01, 2021 | 1:19 PM

কলকাতা: মা দুর্গার আর এক নাম ভামিকা। সদ্যজাত মেয়ের নাম ভামিকা রাখলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। গত মাসে জন্ম হয়েছে ভামিকার। এরই মধ্যে বিরুষ্কার মেয়ে রীতিমতো জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। এ বার মেয়ের নাম জানিয়ে প্রথম ছবি পোস্ট করলেন অনুষ্কা। লিখেছেন, ‘এতদিন আমরা নিজেদের উপস্থিতি আর ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছিলাম জীবনটা। কিন্তু এখন যেন অন্য কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি।’  জবাবে বিরাটও লিখেছেন, ‘এই একটা ফ্রেমে আমার জীবনটাই যেন ধরা আছে।’

শিশু ভামিকা আসার পর থেকে বিরুষ্কার দুনিয়াটা একদম পাল্টে গিয়েছে। যেন একটা নতুন জীবনে পা দিয়েছেন তাঁরা। চোখের জল, হাসি, উদ্বেগ, সুখ— সমস্ত আবেগ আর অনুভূতি যেন এক-একটা ছোট মুহূর্তের মধ্যে ঢুকে পড়েছে। যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ভারতীয় টিমের ক্যাপ্টেন ও তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা। অনুষ্কা ইন্সটাতে লিখেছেন, ‘সুখের অসংখ্য অনুভূতির মধ্যে ডুবে রয়েছি আমরা। হয়তো ঘুমই উড়ে গিয়েছে আমাদের, কিন্তু এই সব মুহূর্তগুলো যেন আমাদের হৃদয় পূর্ণ করে তুলেছে।’ অনুষ্কার ইন্সটা পোস্ট যথারীতি ভাইরাল।

আরও পড়ুন:বার্সেলোনা জার্সিতে মেসির ৬৫০ গোল

অনুষ্কা আপাতত মেয়ে ভামিকাকে নিয়েই ব্যস্ত। আর বিরাট, ইংল্যান্ড সিরিজের জন্য তৈরি করছেন নিজেকে। তবে ভামিকাকে নিয়ে রীতিমতো হইচই শুরু করে দিয়েছেন এই দু’জনের ভক্তরা।