অস্ট্রেলিয়ায় দেশের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, ধন্যবাদ শাস্ত্রী-সৌরভ-রাহানের

রবিবার ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছে টুইট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অস্ট্রেলিয়ায় দেশের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, ধন্যবাদ শাস্ত্রী-সৌরভ-রাহানের
অস্ট্রেলিয়ায় দেশের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, ধন্যবাদ শাস্ত্রী-সৌরভ-রাহানের
Follow Us:
| Updated on: Jan 31, 2021 | 7:28 PM

নয়াদিল্লি: একবার নয়, পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজে জিতল টিম ইন্ডিয়া। গোটা দেশে বীরের সম্মান পাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। রবিবার ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছে টুইট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহানের এই সাফল্য অনুপ্রাণিত হবে গোটা দেশ। মত প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর টুইটের কিছুক্ষণের মধ্যেই তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দলকে আরও মানসিক শক্তি দেবে।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার স্ট্যান্ড ইন অধিনায়ক অজিঙ্কে রাহানে।

হাসপাতাল থেকে বাড়ি ফিরে প্রধনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজের জন্য তৈরি হচ্ছে বিরাট কোহলির দল।