Bhopal: ‘চারটে সন্তানের জন্ম দিলেই মিলবে এক লক্ষ টাকা’, ‘ধর্মবিরোধীদের রুখতে’ বিতর্কিত পরামর্শ ব্রাহ্মণ মণ্ডলীর সভাপতির
Bhopal: ইন্দোরের একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় এমন কথা বলেন তিনি। তাঁর কথায়, 'আমরা নিজেদের পরিবারের দিকে তাকাতে ভুলে গিয়েছি। কমছে জনসংখ্যার হার।'
ইন্দোর: চারটে সন্তানের জন্ম দিতে পারলেই মিলবে এক লক্ষ টাকা। সদ্য বিবাহিত দম্পতিদের জন্য এমন ঘোষণাই করলেন মধ্যপ্রদেশের পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া।
ইন্দোরের একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় এমন কথা বলেন তিনি। তাঁর কথায়, ‘আমরা নিজেদের পরিবারের দিকে তাকাতে ভুলে গিয়েছি। কমছে জনসংখ্যার হার। এমন অবস্থায় দেশের যুবক-যুবতীরাই পারে এই সমস্যাকে মেটাতে। এখনকার দম্পতিরা একটা সন্তানেই থেমে যায়। যেটা একদমই ভাল অভ্যাস নয়। সবার উচিত অন্তত চারটে করে সন্তান নেওয়া।’
তবে এখানেই থামেননি তিনি। তাঁর এই বক্তব্যের সঙ্গে জুড়ে দেন হিন্দুত্ব আঙ্গিকও। তাঁর কথায়, ‘আমাকে অনেকেই বলে থাকেন, এখনকার দিনে খরচ এতই বেড়ে গিয়েছে যে একটার বেশি সন্তান নেওয়া বেশ কঠিন। কিন্তু, আমি তাদের বলি, জীবনযাপনের খরচ বেড়ে গেলেও, আমাদের একাধিক সন্তান নিতে হবে। নয়তো গোটা দেশটাই ধর্মবিরোধীরা দখল করে নেবে।’
উল্লেখ্য, ব্রাহ্মণ সংগঠনের সভাপতির এই মন্তব্যের পর থেকেই চড়েছে রাজনৈতিক পারদ। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের এক সরকারি মণ্ডলীরও সদস্যও তিনি। রাজোরিয়ার বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেস নেতা মুকেশ নায়ক বলেন, ‘উনি যথেষ্ট শিক্ষিত, কিন্তু এটা জানেন না যে একাধিক সন্তান নিয়ে দেশের জন্মহারে বৃদ্ধি আনা গেলেও, অতিরিক্ত জনসংখ্যার চাপে বহু মানুষই বেঁচে থাকার মূল উপাদানগুলি থেকে বঞ্চিত হয়ে যাবেন। আরও বাড়বে মূল্যবৃদ্ধি ও কমবে মানুষের জীবনযাপনের গুণগতমান।’
তিনি আরও বলেন, ‘মুসলিমরা গোটা দেশ দখল করে নেবে। হিন্দুদের মেরে ফেলবে। এই সবই কল্পনা, বাস্তবে এগুলির কোনও সারবত্তা নেই।’