India vs Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচের আগে মুখোমুখি সচিন-আক্রমরা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। তার আগে ৭ ফেব্রুয়ারিই এই দ্বৈরথের সাক্ষী হবেন ক্রিকেট প্রেমীরা। শুনে অবাক লাগছে? ভাবছেন এমনটা কীভাবে সম্ভব? তা হলে বিষয়টা পরিষ্কার করা যাক। সেখানে মুখোমুখি হতে চলেছেন আবার সচিন-আক্রমরা।

| Updated on: Jan 13, 2025 | 4:43 PM
১৯ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচেই কিউয়িদের বিরুদ্ধে নামবে পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করবে ভারত।

১৯ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচেই কিউয়িদের বিরুদ্ধে নামবে পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করবে ভারত।

1 / 8
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। এই মেগা ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুই দেশের ক্রিকেট প্রেমীরা। তার আগে ২২ গজে মুখোমুখি ভারত-পাক।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। এই মেগা ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুই দেশের ক্রিকেট প্রেমীরা। তার আগে ২২ গজে মুখোমুখি ভারত-পাক।

2 / 8
 বাইশ গজে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার চোরাস্রোত। গ্যালারিতে ফ্যানেদের কথার লড়াই। আর মাঠে ব্যাট-বলের। ৭ ফেব্রুয়ারি এমনই এক ভারত-পাক মেগা ম্যাচের সাক্ষী হবেন ক্রিকেট প্রেমীরা।

বাইশ গজে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার চোরাস্রোত। গ্যালারিতে ফ্যানেদের কথার লড়াই। আর মাঠে ব্যাট-বলের। ৭ ফেব্রুয়ারি এমনই এক ভারত-পাক মেগা ম্যাচের সাক্ষী হবেন ক্রিকেট প্রেমীরা।

3 / 8
৭ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান 'দ্য গ্রেটেস্ট রাইভালরি' একটু অন্যরকম। কারণ, তা হল নেটফ্লিক্সের এক ডকুমেন্টরি সিরিজ। দুই দেশের মাঠের লড়াই এখানে ফুটিয়ে তোলা হয়েছে।

৭ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান 'দ্য গ্রেটেস্ট রাইভালরি' একটু অন্যরকম। কারণ, তা হল নেটফ্লিক্সের এক ডকুমেন্টরি সিরিজ। দুই দেশের মাঠের লড়াই এখানে ফুটিয়ে তোলা হয়েছে।

4 / 8
চন্দ্রদেব ভগত এবং স্টেওয়ার্ট সগ্ 'দ্য গ্রেটেস্ট রাইভালরি ভারত বনাম পাকিস্তান' ডকুমেন্টরি সিরিজের ডিরেক্টর। এই ডকু সিরিজে দুই দেশের প্রি-ম্যাচ কথাবার্তা, পোস্ট-ম্যাচ মুহূর্তও ফুটিয়ে তোলা হয়েছে।

চন্দ্রদেব ভগত এবং স্টেওয়ার্ট সগ্ 'দ্য গ্রেটেস্ট রাইভালরি ভারত বনাম পাকিস্তান' ডকুমেন্টরি সিরিজের ডিরেক্টর। এই ডকু সিরিজে দুই দেশের প্রি-ম্যাচ কথাবার্তা, পোস্ট-ম্যাচ মুহূর্তও ফুটিয়ে তোলা হয়েছে।

5 / 8
ভারত ও পাকিস্তানের ২২ গজের দ্বৈরথের পাশাপাশি দুটো টিমের ক্রিকেটারদের মানসিক পরিস্থিতি এখানে তুলে ধরা হবে। ক্রীড়া বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথকে সিনেদুনিয়ায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকে।

ভারত ও পাকিস্তানের ২২ গজের দ্বৈরথের পাশাপাশি দুটো টিমের ক্রিকেটারদের মানসিক পরিস্থিতি এখানে তুলে ধরা হবে। ক্রীড়া বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথকে সিনেদুনিয়ায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকে।

6 / 8
 বছরের পর বছর ধরে ২২ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের বেশ কিছু ঐতিহাসিক ম্যাচের মুহূর্ত এই ডকু সিরিজে তুলে ধরা হবে। সঙ্গে থাকবে ফ্যানেদের আবেগের দৃশ্যও।

বছরের পর বছর ধরে ২২ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের বেশ কিছু ঐতিহাসিক ম্যাচের মুহূর্ত এই ডকু সিরিজে তুলে ধরা হবে। সঙ্গে থাকবে ফ্যানেদের আবেগের দৃশ্যও।

7 / 8
দুই দেশের একাধিক কিংবদন্তিদের এই ডকু সিরিজে দেখা যাবে। তাঁদের মধ্যে রয়েছেন - সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, ওয়াসিম আক্রম,  শোয়েব আখতার, ওয়াকার ইউনিস, জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম উল হকরা।

দুই দেশের একাধিক কিংবদন্তিদের এই ডকু সিরিজে দেখা যাবে। তাঁদের মধ্যে রয়েছেন - সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, ওয়াসিম আক্রম, শোয়েব আখতার, ওয়াকার ইউনিস, জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম উল হকরা।

8 / 8
Follow Us: