‘শয়তানের ঘূর্ণি’ কখনও দেখেছেন? দাবানল তো নিভছেই না, ঝলসানো শহর দেখেই আঁতকে উঠবেন

Wildfire: হ্যারিকেন বাতাস স্যান্টা আনা, যার গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল, সেই দমকা বাতাসের জন্যই আগুন আরও ছড়িয়ে পড়ছে।

| Updated on: Jan 12, 2025 | 11:12 AM
বীভৎস, ভয়ঙ্কর। এই শব্দগুলিও কম পড়ছে লস অ্যাঞ্জেলসের বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে। বিধ্বংসী দাবানলের গ্রাসে প্রায় গোটা শহর। দাবানলে মৃত্যু হয়েছে ১৬ জনের। পুড়ে গিয়েছে ১২ হাজারেরও বেশি বাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে।   

বীভৎস, ভয়ঙ্কর। এই শব্দগুলিও কম পড়ছে লস অ্যাঞ্জেলসের বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে। বিধ্বংসী দাবানলের গ্রাসে প্রায় গোটা শহর। দাবানলে মৃত্যু হয়েছে ১৬ জনের। পুড়ে গিয়েছে ১২ হাজারেরও বেশি বাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে।   

1 / 11
একে তো পরিকাঠামোর অভাব, তার উপরে দমকা জোরাল হাওয়া। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের। মাইলের পর মাইল ফাঁকা জমি, জঙ্গল, ঘরবাড়ি- সবই আগুনের গ্রাসে চলে যাচ্ছে। 

একে তো পরিকাঠামোর অভাব, তার উপরে দমকা জোরাল হাওয়া। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের। মাইলের পর মাইল ফাঁকা জমি, জঙ্গল, ঘরবাড়ি- সবই আগুনের গ্রাসে চলে যাচ্ছে। 

2 / 11
আবহাওয়া দফতর আগামী সপ্তাহ পর্যন্ত জোরাল বাতাস বইবে বলেই পূর্বাভাস দিয়েছে। এতে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে লস অ্যাঞ্জেলসের চার জায়গায় সক্রিয় দাবানল রয়েছে। 

আবহাওয়া দফতর আগামী সপ্তাহ পর্যন্ত জোরাল বাতাস বইবে বলেই পূর্বাভাস দিয়েছে। এতে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে লস অ্যাঞ্জেলসের চার জায়গায় সক্রিয় দাবানল রয়েছে। 

3 / 11
প্য়ালিসেডেসেই সবথেকে বেশি আগুন লেগেছে। ২২,০০০ একরেরও বেশি জমি আগুনের গ্রাসে চলে গিয়েছে। ১ লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া। 

প্য়ালিসেডেসেই সবথেকে বেশি আগুন লেগেছে। ২২,০০০ একরেরও বেশি জমি আগুনের গ্রাসে চলে গিয়েছে। ১ লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া। 

4 / 11
এরই মধ্যে ভয়ঙ্কর এক দৃশ্য সামনে এসেছে। ঘূর্ণিঝড় বা টর্নেডোর সময় যেমন বাতাস পাক দিয়ে আকাশ থেকে নেমে আসে, আশেপাশের সবকিছু ধ্বংস করে দেয়, তেমনই আগুনের শিখা টর্নেডোর বাতাসে মিশে আকাশে উঠতে দেখা গিয়েছে।

এরই মধ্যে ভয়ঙ্কর এক দৃশ্য সামনে এসেছে। ঘূর্ণিঝড় বা টর্নেডোর সময় যেমন বাতাস পাক দিয়ে আকাশ থেকে নেমে আসে, আশেপাশের সবকিছু ধ্বংস করে দেয়, তেমনই আগুনের শিখা টর্নেডোর বাতাসে মিশে আকাশে উঠতে দেখা গিয়েছে।

5 / 11
এগুলিকে ফায়ার হুইলস, ফায়ার ডেভিলস বা ফায়ারনেডো (আগুন+টর্নেডো) বলা হয়।   

এগুলিকে ফায়ার হুইলস, ফায়ার ডেভিলস বা ফায়ারনেডো (আগুন+টর্নেডো) বলা হয়।   

6 / 11
হ্যারিকেন বাতাস স্যান্টা আনা, যার গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল, সেই দমকা বাতাসের জন্যই আগুন আরও ছড়িয়ে পড়ছে।

হ্যারিকেন বাতাস স্যান্টা আনা, যার গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল, সেই দমকা বাতাসের জন্যই আগুন আরও ছড়িয়ে পড়ছে।

7 / 11
শীতের মরশুমে শুকনো গাছপালা জঙ্গলে আরও আগুন ছড়িয়ে দিচ্ছে। এমনকী, ৪০৫ ফ্রিওয়ে পর্যন্ত আগুন পৌঁছে গিয়েছে। 

শীতের মরশুমে শুকনো গাছপালা জঙ্গলে আরও আগুন ছড়িয়ে দিচ্ছে। এমনকী, ৪০৫ ফ্রিওয়ে পর্যন্ত আগুন পৌঁছে গিয়েছে। 

8 / 11
লস অ্যাঞ্জেলসের এই পরিস্থিতিতে কানাডা ও মেক্সিকো থেকেও দমকল কর্মী ও অগ্নিনির্বাপণ সামগ্রী পাঠানো হচ্ছে। 

লস অ্যাঞ্জেলসের এই পরিস্থিতিতে কানাডা ও মেক্সিকো থেকেও দমকল কর্মী ও অগ্নিনির্বাপণ সামগ্রী পাঠানো হচ্ছে। 

9 / 11
বহু পশু-পাখির মৃত্যু হয়েছে এই দাবানলে।

বহু পশু-পাখির মৃত্যু হয়েছে এই দাবানলে।

10 / 11
এটি আমেরিকার ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর দাবানল বলে মনে করা হচ্ছে। দাবানলে এখনও পর্যন্ত ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলেই অনুমান করা হচ্ছে।   

এটি আমেরিকার ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর দাবানল বলে মনে করা হচ্ছে। দাবানলে এখনও পর্যন্ত ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলেই অনুমান করা হচ্ছে।   

11 / 11
Follow Us:
লাভ বেড়েছে ৬৭ শতাংশ, তারপরই আপার সার্কিট হিট করল এই সংস্থা...
লাভ বেড়েছে ৬৭ শতাংশ, তারপরই আপার সার্কিট হিট করল এই সংস্থা...
প্রায় ১৩০০ কোটির শেয়ার বিক্রি হল আইটিসি হোটেলসের
প্রায় ১৩০০ কোটির শেয়ার বিক্রি হল আইটিসি হোটেলসের
ঠিক কোন কোন কারণে পড়ছে ভারতের বাজার?
ঠিক কোন কোন কারণে পড়ছে ভারতের বাজার?
আমেরিকান সংস্থার সঙ্গে চুক্তি, নতুন সংস্থা তৈরির জন্য বিনিয়োগ অম্বানীর
আমেরিকান সংস্থার সঙ্গে চুক্তি, নতুন সংস্থা তৈরির জন্য বিনিয়োগ অম্বানীর
ভোল্টাসে হু হু করে বিক্রি হচ্ছে অংশীদারিত্ব, ধস নামবে শেয়ারের দামে?
ভোল্টাসে হু হু করে বিক্রি হচ্ছে অংশীদারিত্ব, ধস নামবে শেয়ারের দামে?
আপার সার্কিট হিট করেই হুড়মুড়িয়ে পড়ল এমটিএনএল!
আপার সার্কিট হিট করেই হুড়মুড়িয়ে পড়ল এমটিএনএল!
মার্কেট পড়লেই তুলে নেবেন মিউচুয়াল ফান্ডে থাকা আপনার সমস্ত বিনিয়োগ?
মার্কেট পড়লেই তুলে নেবেন মিউচুয়াল ফান্ডে থাকা আপনার সমস্ত বিনিয়োগ?
সম্পদ বিক্রি করে ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!
সম্পদ বিক্রি করে ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!
ডিপসিকে 'না' কেন্দ্রের, চিনা আগ্রাসন ঠেকাতে নয়া পদক্ষেপ ভারতের!
ডিপসিকে 'না' কেন্দ্রের, চিনা আগ্রাসন ঠেকাতে নয়া পদক্ষেপ ভারতের!
আকাশ ছুঁল বাজাজ, মাহিন্দ্রা! প্রত্যাশা ছাপিয়ে রিটার্ন দিচ্ছে এই সংস্থা
আকাশ ছুঁল বাজাজ, মাহিন্দ্রা! প্রত্যাশা ছাপিয়ে রিটার্ন দিচ্ছে এই সংস্থা