এবার খরচ করলে ১৪ মাস করতে হবে না রিচার্জ, BSNL-এর অফারগুলো দেখে নিন
BSNL: যদি BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড)-এর এক বছরের কোনও প্রিপেইড প্ল্যান খোঁজেন, তাহলে এক দুর্দান্ত অফার এনেছে বিএসএনএল।
নয়া দিল্লি: একের পর এক অফার এনে সাড়া ফেলেছে বিএসএনএল (BSNL)। এবার দীর্ঘ সময়ের প্ল্যান আনা হল বিএসএনএল-এর তরফে। এর ফলে এককালীন খরচ হলেও সুবিধা পাওয়া যাবে অনেক বেশি।
BSNL-এর ২০৯৯ টাকার প্ল্যানের মেয়াদ ৪২৫ (১৪ মাস) দিন, যা GP-২ এবং তার বেশি গ্রাহকদের জন্য। এটি ৩৯৫ দিনের জন্য ৪০ কেবিপিএস গতিতে সীমাহীন ভয়েস কলিং এবং দৈনিক ২জিবি ডেটা অফার করে।
যদি BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড)-এর এক বছরের কোনও প্রিপেইড প্ল্যান খোঁজেন, তাহলে এক দুর্দান্ত অফার এনেছে বিএসএনএল। তবে তার আগে নিশ্চিত করতে হবে যে আপনার এলাকায় BSNL-এর 4G কভারেজ বা নেটওয়ার্ক কতটা ভাল।
২০২৫ সালের জন্য বিএসএনএল কী কী বার্ষিক প্ল্যান এনেছে, একনজরে দেখে নিন
১১৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন, এবং গ্রাহকরা ১২ মাসের জন্য প্রতি মাসে ৩০০ মিনিট করে ভয়েস কলিং, ৩ জিবি ডেটা ব্যবহার করার এবং ৩০টি এসএমএস করার সুযোগ পাবেন। যারা BSNL সিমকে সেকেন্ডারি অপশন হিসেবে রাখতে চান তাদের জন্য এটি একটি খুব ভাল সুযোগ।
২০৯৯ টাকার প্ল্যান: BSNL-এর এই প্ল্যানটির মেয়াদ ৪২৫ দিন। ৩৯৫ দিনের জন্য ৪০ কেবিপিএস গতিতে ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ২জিবি করে ডেটা অফার করে। ৩৯৫ দিনের জন্য প্রতিদিন ১০০ টাকা করে এসএমএস করা যাবে।
২৩৯৯ টাকার প্ল্যান: BSNL-এর ২৩৯৯ টাকার প্ল্যানটিতে ৪২৫ দিনের বৈধতা পাওয়া যায়। ৩৯৫ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল করা যাবে। দৈনিক ২ জিবি করে ডেটা এবং ১০০ টি এসএমএস করা যাবে প্রতিদিন।
২৯৯৯ প্ল্যান: BSNL-এর সবচেয়ে ব্যয়বহুল প্ল্যানটি হল ২৯৯৯ টাকার। গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি করে SMS করতে পারবেন। এর মেয়াদ ৩৬৫ দিন।