Bangladesh: ২৪ ঘণ্টাও কাটল না, বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির
Bangladesh: ভারতীয় হাইকমিশনার ডাকার ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের দূতাবাসের উপরাষ্ট্রদূতকে তলব করল বিদেশমন্ত্রক। সূত্রে জানা গিয়েছে, সীমান্ত কাঁটাতার বসানো নিয়ে কোথায় আপত্তি, তা জানতে তলব করা হয়েছে বাংলাদেশের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে।
নয়াদিল্লি: নিজের দেশের সীমান্তে কাঁটাতার দিচ্ছে ভারত। তাতেও আপত্তি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(BGB)। এমনকি, গতকাল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকেও পাঠায় ইউনূসের অন্তর্বর্তী সরকার। ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করল বিদেশমন্ত্রক।
মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বিএসএফ কাঁটাতার বসানোর সময় আপত্তি জানায় বিজিবি। এরপর গতকাল বাংলাদেশে পররাষ্ট্রসচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে তিনি জানান, “নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। আমরা আশা করি, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।”
ভারতীয় হাইকমিশনার ডাকার ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের দূতাবাসের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করল বিদেশমন্ত্রক। সূত্রে জানা গিয়েছে, সীমান্ত কাঁটাতার বসানো নিয়ে কোথায় আপত্তি, তা জানতে তলব করা হয়েছে তাঁকে।
এই খবরটিও পড়ুন
কূটনীতিকরা বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চেয়ে বারবার বার্তা দিয়েছে নয়াদিল্লি। এমনকি, ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফরে গিয়েছেন। সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন। কিন্তু, বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করতে ভারত বারবার ইউনূস প্রশাসনকে বার্তা দেওয়ার পরও কোনও পদক্ষেপ করা হয়নি। এমনকি, বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার অভিযোগও উঠেছে। এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে যে অংশে কাঁটাতার নেই, সেখানে কাঁটাতার বসানোর উদ্যোগ নিয়েছে বিএসএফ। সেখানেও কেনও আপত্তি জানাচ্ছে বিজিবি, সেটাই বাংলাদেশের উপরাষ্ট্রদূতের কাছে জানতে চাইছে নয়াদিল্লি।