Maha Kumbh: প্রয়াগরাজে পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা থাকছে? জেনে নিন

Maha Kumbh: মহাকুম্ভে আসা পুণ্যার্থীদের জন্য দেড় লক্ষ অস্থায়ী শৌচালয় তৈরি করা হয়েছে। মহিলাদের জন্য ১৪৪টি চেঞ্জিং রুম তৈরি করা হয়েছে। ২৫ হাজার ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। ১৫ হাজার সাফাই কর্মী টানা ৪৫ দিন কাজ করবেন।

Maha Kumbh: প্রয়াগরাজে পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা থাকছে? জেনে নিন
সোমবার থেকে শুরু মহাকুম্ভ মেলা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2025 | 9:20 PM

প্রয়াগরাজ: ১২ বছর পর মহাকুম্ভ। সোমবার থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। চলবে দেড় মাস। লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করেন মহাকুম্ভে। তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁবু থেকে অস্থায়ী শৌচালয়। এমনকী, মহিলাকে পোশাক পরিবর্তনের জন্য চেঞ্জিং রুমও করা হয়েছে।

কী কী ব্যবস্থাপনা থাকছে মহাকুম্ভে?

মহাকুম্ভে দেড় লক্ষ তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। ১২ কিলোমিটার অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। যেখানে মানুষ স্নান করবেন। ৪০০ কিলোমিটার অস্থায়ী পায়ে চলার রাস্তা নির্মাণ করা হয়েছে। ২ লক্ষ ৬৯ হাজার বর্গমিটার এলাকা এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে মানুষের চলার ক্ষেত্রে কোনওরকম সমস্যা না হয়।

এই খবরটিও পড়ুন

এছাড়াও থাকছে আরও ব্যবস্থাপনা। ৩০টি অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে। ২০১টি রাস্তা, অলি-গলি চওড়া করা হয়েছে। ১৮০০ হেক্টর জমির উপর পার্কিং তৈরি করা হয়েছে।

মহাকুম্ভে আসা পুণ্যার্থীদের জন্য দেড় লক্ষ অস্থায়ী শৌচালয় তৈরি করা হয়েছে। মহিলাদের জন্য ১৪৪টি চেঞ্জিং রুম তৈরি করা হয়েছে। ২৫ হাজার ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। ১৫ হাজার সাফাই কর্মী টানা ৪৫ দিন কাজ করবেন। ৬৯ হাজার এলইডি সোলার লাইট লাগানো হয়েছে।

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের প্রয়াগরাজে পৌঁছতে যাতে অসুবিধা না হয়, সেজন্য ৩ হাজার স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। রেলযাত্রীদের জন্য আলাদা হোল্ডিং স্টেশন তৈরি করা হয়েছে।