Delhi: শিক্ষিত বেকারদের মাসে সাড়ে ৮ হাজার টাকা দেবে কংগ্রেস

Delhi: এর আগে গত ৬ জানুয়ারি কংগ্রেস 'পেয়ারি দিদি যোজনা' ঘোষণা করেছে। দিল্লিতে ক্ষমতায় এলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। দিল্লিতে ক্ষমতায় এলে ২৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস।

Delhi: শিক্ষিত বেকারদের মাসে সাড়ে ৮ হাজার টাকা দেবে কংগ্রেস
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jan 12, 2025 | 4:26 PM

দিল্লি: বাংলায় লক্ষ্মীর ভান্ডার। মহারাষ্ট্রে লড়কি বহিন। এছাড়াও মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো রাজ্যে মহিলাদের মাসে আর্থিক সাহায্য দেয় সেরাজ্যের সরকার। এবার বেকারদের জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি কংগ্রেসের। তবে এক-দুই হাজার নয়। মাসে সাড়ে আট হাজার টাকা। রবিবার কংগ্রেস জানিয়েছে, দিল্লিতে ক্ষমতায় এলে কর্মহীন যুবক-যুবতীদের মাসে সাড়ে আট হাজার টাকা দেওয়া হবে। তবে কোন যুবক-যুবতীরা এই আর্থিক সাহায্য পাবেন, সেকথাও জানিয়েছে তারা।

এই প্রকল্পের নাম কংগ্রেস দিয়েছে ‘যুবা উড়ান যোজনা’। এদিন প্রকল্পের ঘোষণা করে কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট জানান, শিক্ষিত অথচ কর্মহীন যুবক-যুবতীদের এক বছরের জন্য মাসে সাড়ে আট হাজার টাকা করে দেওয়া হবে।

একইসঙ্গে তাঁর বক্তব্য, বাড়িতে বসে থাকার জন্য এই টাকা দেওয়া হবে না। তিনি বলেন, “কোনও কোম্পানি, কারখানা কিংবা সংস্থায় নিজেদের দক্ষতা দেখানোর জন্য যুবক-যুবতীদের এই আর্থিক সাহায্য দেওয়া হবে। তাঁরা এইসব কোম্পানির মাধ্যমে আর্থিক সাহায্য পাবেন। এটা এমন স্কিম নয়, যেখানে বাড়িতে বসে থাকার জন্য টাকা পাবেন।”

এই খবরটিও পড়ুন

আর্থিক সাহায্যের কারণ হিসেবে রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, “এইসব সংস্থা, কোম্পানিতে যাঁরা প্রশিক্ষণ নেবেন, তাঁরা যাতে দক্ষতা বাড়াতে মনোনিবেশ করতে পারেন, সেজন্য এই আর্থিক সাহায্য দেওয়া হবে।”

এর আগে গত ৬ জানুয়ারি কংগ্রেস ‘পেয়ারি দিদি যোজনা’ ঘোষণা করেছে। দিল্লিতে ক্ষমতায় এলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। দিল্লিতে ক্ষমতায় এলে ২৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস। এর জন্য দিল্লির নাগরিকদের কোনও টাকা দিতে হবে না।

প্রসঙ্গত, ৭০ আসনের দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৫ ফেব্রুয়ারি। ফলঘোষণা ৮ ফেব্রুয়ারি। ২০১৩ সালের ডিসেম্বরে দিল্লিতে ক্ষমতা হারায় কংগ্রেস। তারপর আর ক্ষমতায় ফেরেনি তারা। এবার এত প্রতিশ্রুতির পর কংগ্রেসের ফল কী হয়, সেটাই দেখার।