Gold Reserve: বাড়ল ভারতের সোনার ভান্ডার, কিছুটা ধাক্কা খেল বৈদেশিক মুদ্রার পরিমাণ
Gold Reserve: ২০২৪ সালের নভেম্বরে বিশ্বজুড়ে সোনা কিনেছে বিশ্বের একাধিক কেন্দ্রীয় ব্যাঙ্ক। সবমিলিয়ে নভেম্বরে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি ৫৩ টন সোনা কিনেছে। তার মধ্যে আরবিআই কিনেছে ৮ টন সোনা।
নয়াদিল্লি: দ্রুতগতিতে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। তবে নতুন বছরের শুরুতে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার আরও কিছুটা কমল। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ৩ জানুয়ারি পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার ৬৩৪.৫৯ বিলিয়ন মার্কিন ডলার। ওই সপ্তাহে বৈদেশিক মুদ্রার ভান্ডার ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার কমেছে। তবে বেড়েছে ভারতের সোনা সঞ্চয়।
বৈদেশিক মুদ্রা হিসেবে সোনাও সঞ্চয় করে আরবিআই। মোট বৈদেশিক মুদ্রার ভান্ডার কমলেও আরবিআইয়ের সর্বশেষ তথ্য বলছে, সোনা সঞ্চয় বেড়েছে দেশের। ৩ জানুয়ারি পর্যন্ত হিসেব বলছে, ওই সপ্তাহে ৮২৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সোনা সঞ্চয় বেড়েছে। সবমিলিয়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডারে সোনা সঞ্চয়ের মূল্য ৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার।
২০২৪ সালের নভেম্বরে বিশ্বজুড়ে সোনা কিনেছে বিশ্বের একাধিক কেন্দ্রীয় ব্যাঙ্ক। সবমিলিয়ে নভেম্বরে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি ৫৩ টন সোনা কিনেছে। তার মধ্যে আরবিআই কিনেছে ৮ টন সোনা। বিশ্ব স্বর্ণ কাউন্সিল এই তথ্য প্রকাশ করেছে।
এই খবরটিও পড়ুন
নভেম্বরে ৮ টন সোনা কেনার ফলে ২০২৪ সালের প্রথম ১১ মাসে আরবিআই মোট সোনা কিনেছে ৭৩ টন। ২০২৪ সালে ভারতের থেকে শুধু বেশি সোনা কিনেছে পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ভারতের ভান্ডারে এখন মোট সোনা রয়েছে ৮৭৬ টন। আরবিআই জানিয়েছে, ৩ জানুয়ারি পর্যন্ত ভারতের সোনা সঞ্চয়ের মূল্য ৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার। শেষ সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় ভারতের সোনা সঞ্চয়ের মূল্য ৮২৪ মিলিয়ন মার্কিন ডলার বেড়েছে।
সোনার সঞ্চয় বাড়লেও মোট বৈদেশিক মুদ্রার ভান্ডার গত কয়েকমাসে অনেকটাই কমেছে। সেপ্টেম্বরের শেষে ভারতের ভান্ডারে বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ৭০৪.৮৮৫ বিলিয়ন ডলার। সেটা এখন কমে দাঁড়িয়েছে ৬৩৪.৫৯ বিলিয়ন মার্কিন ডলারে।