সুয়ারেজের জোড়া গোলে জয় অ্যাতলেটিকোর
অ্যাতলেটিকোর চেয়ে ১০ পয়েন্ট পিছনে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ।
কাডিজ: থামানো যাচ্ছে না অ্যাতলেটিকো মাদ্রিদকে। জিতেই চলেছে দিয়েগো সিমিওনের দল। লা-লিগায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন সুয়ারেজরা। কাডিজ এফসিকে ৪-২ গোলে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল অ্যাতলেটিকো মাদ্রিদ।
♥️ @Simeone is now the ????? coach with the most wins in @LaLigaEN history.
?⚪#AúpaAtleti pic.twitter.com/BV2NsHlwsk
— Atlético de Madrid (@atletienglish) January 31, 2021
খেলার ২৮ মিনিটে অ্যাতলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন লুই সুয়ারেজ। ৭ মিনিট বাদে নেগ্রেদোর গোলে সমতায় ফেরে কাডিজ এফসি। তবে ৪৪ মিনিটে সাউল নিগুয়েজের গোলে ফের এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল। ৫০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজ। ৭১ মিনিটে আলভারো নেগ্রেদোর গোলে ব্যবধান কমায় কাডিজ এফসি। তাতে অবশ্য লাভের লাভ কিছু হয়নি। ৮৮ মিনিটে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন কোকে।
আরও পড়ুন:ওয়েস্ট হ্যামকে হারিয়ে ফের খেতাবি দৌড়ে লিভারপুল
১৯ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষেই অ্যাতলেটিকো মাদ্রিদ। অ্যাতলেটিকোর চেয়ে ১০ পয়েন্ট পিছনে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। বার্সা-রিয়ালের থেকে এক ম্যাচ কম খেলেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। যে গতিতে এগোচ্ছেন সুয়ারেজরা তাতে ৭ বছর বাদে ফের লিগ জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে অ্যাতলেটিকো শিবিরে।