ISL 2021-22 ATK Mohun Bagan vs SC East Bengal Highlights: কিয়ান নাসিরির হ্যাটট্রিকে ডার্বির রং ফের সবুজ-মেরুন

| Edited By: | Updated on: Jan 29, 2022 | 9:57 PM

ATK Mohun Bagan vs SC East Bengal ISL 2021-22 Live Score: ফাতোরদা স্টেডিয়ামে ডার্বিতে মুখোমুখি এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল।

ISL 2021-22 ATK Mohun Bagan vs SC East Bengal Highlights: কিয়ান নাসিরির হ্যাটট্রিকে ডার্বির রং ফের সবুজ-মেরুন
ফাতোরদা স্টেডিয়ামে ডার্বিতে মুখোমুখি এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল

ফাতোরদা: মরসুমের প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ৩-০ হারিয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal)। ওই ম্যাচের প্রথমার্ধে রয় কৃষ্ণারা কার্যত দাঁড়াতে দেয়নি লাল-হলুদ বাহিনীকে। তারপর পরিস্থিতি বদলেছে অনেকটা। কোভিডের কারণে তিনটে ম্যাচ খেলতে পারেনি ফেরান্দোর টিম। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আবার নতুন করে ডার্বিকেই লক্ষ্য করছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের হাল আরও খারাপ। দিয়াজের কোচিংয়ে একটাও জয় পায়নি লাল-হলুদ। কোচ বদলের পর মারিও রিভেরা দায়িত্ব নিয়ে টিমকে জয় এনে দিয়েছিলেন। কিন্তু আগের ম্যাচেই আবার বিশ্রী হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচ দুটো কারণে গুরুত্বপূর্ণ ছিল। এক, ডার্বি জিতে নতুন করে আইএসএলে ঘুরে দাঁড়ানো। দুই, প্রথম দফার ডার্বি হারের বদলা।

কিন্তু দুটোর একটাও হল না। মরসুমের দ্বিতীয় ডার্বিতে ৩-১ গোলে মোহনবাগানের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল। তবে আজকের ম্যাচে মোহনবাগানের সঙ্গে সমান তালে পাল্লা দিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু কিয়ান নাসিরি মাঠে নামার পর থেকেই বদলে গেল সবুজ মেরুনের ভাগ্য। ডার্বিতে হ্যাটট্রিক করে মাঠ ছাড়লেন জামশিদ পুত্র।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Jan 2022 09:25 PM (IST)

    ডার্বির রং সবুজ-মেরুন

    কিয়ান নাসিরির হ্যাটট্রিকে মরসুমের দ্বিতীয় ডার্বিতে ৩-১ গোলে জিতল এটিকে মোহনবাগান।

  • 29 Jan 2022 09:23 PM (IST)

    ৯৪ মিনিট… গোওওওওল

    গোওওওওওলললল!!! ফের টিমকে এগিয়ে দিলেন কিয়ান। নিজের হ্যাটট্রিকটাও করে ফেললেন পরিবর্তন হিসেবে নামা ২১ বছরের ফুটবলার। শেষ ৫ মিনিটে দু’গোল তাঁর।

    এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-১

  • 29 Jan 2022 09:22 PM (IST)

    ৯৩ মিনিট... গোওওওওওল

    গোওওওওললল!!! বাঁ দিক থেকে লিস্টন কোলাসোর ক্রস হেড করেন ডেভিড উইলিয়ামস। কিন্তু পোস্টে লেগে ফিরতি বলে ভলি মেরে ২-১ করেন কিয়ান নাসিরি।

    এটিকে মোহনবাগান-২ : এসসি ইস্টবেঙ্গল-১

  • 29 Jan 2022 09:15 PM (IST)

    ৮৫ মিনিট

    গোললাইন সেভ হীরা মণ্ডলের। ইস্টবেঙ্গল ডিফেন্সে হানা দিয়ে লিস্টন কোলাসোর ছোট বক্সের মাথা থেকে নেওয়া শটে কেটে যান কিপার অরিন্দম। কিন্তু তিনকাঠির তলায় দাঁড়িয়ে থাকা হীরা হেডে বল ক্লিয়ার করে দেন।

    এসসি ইস্টবেঙ্গল-১ : এটিকে মোহনবাগান-১

  • 29 Jan 2022 09:11 PM (IST)

    ৭৯ মিনিট

    সেভ অমরিন্দরের। মোহনবাগানের গোলমুখ প্রায় খুলে ফেলেছিল ইস্টবেঙ্গল। নামতের জোরালো শট সেভ করে দেন অমরিন্দর।

    এসসি ইস্টবেঙ্গল-১ : এটিকে মোহনবাগান-১

  • 29 Jan 2022 08:57 PM (IST)

    ৬৭ মিনিট

    বক্সের মধ্যে লিস্টনকে ফাউল করেন অমরজিত্‍। নিশ্চিত পেনাল্টি। কিন্তু পেনাল্টি মিস করেন ডেভিড উইলিয়ামস। তাঁর জোরালো শট উড়ে যায় পোস্টের উপর দিয়ে। এই গোলটা পেলে মোহনবাগান ২-১ করে ফেলতে পারত। সেটা হল না।

    এসসি ইস্টবেঙ্গল-১ : এটিকে মোহনবাগান-১

  • 29 Jan 2022 08:52 PM (IST)

    ৬৪ মিনিট... গোওওওওওল

    গোওওওওওল!!!

    ইস্টবেঙ্গলের ডিফেন্ডার সৌরভ দাসের মিস শট হঠাত্‍ই পেয়ে যান কিয়ান নাসিরি। সেখান থেকে কোণাকুণি শটে গোল পরিবর্ত হিসেবে নেমে গোল কিয়ান। যিনি আবার ইরানের ফুটবলার জামশেদ নাসিরির ছেলে।

    এসসি ইস্টবেঙ্গল-১ : এটিকে মোহনবাগান-১

  • 29 Jan 2022 08:51 PM (IST)

    ৬১ মিনিট

    পরিবর্তন মোহনবাগানে

    দীপক টাংরিকে বদলে কোচ ফেরান্দো নামালেন কিয়ান নাসিরিকে। মুহুর্মুহু আক্রমণ করেও ইস্টবেঙ্গলের ডিফেন্স ভাঙতে পারছেন না সবুজ-মেরুন ফুটবলাররা

    এসসি ইস্টবেঙ্গল-১ : এটিকে মোহনবাগান-০

  • 29 Jan 2022 08:45 PM (IST)

    ৫৭ মিনিট....গোওওওওওল

    গোওওওওওওওল!!! পেরোসেভিচের কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে যান। মার্কারহীন দাঁড়িয়ে থাকা ড্যারেন সিডল সাইড শটে গোল পেয়ে যান।

    এসসি ইস্টবেঙ্গল-১ : এটিকে মোহনবাগান-০

  • 29 Jan 2022 08:43 PM (IST)

    ৫৫ মিনিট

    দুরন্ত সেভ বাগান কিপার অমরিন্দর সিংয়ের। কাউন্টার অ্যাটাকে এসে পেরোসেভিচ একাই উঠে এসে ডান দিক থেকে শট নেন। কিন্তু অমরিন্দর সেভ করে দেন। এটিকে মোহনবাগান-০ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 29 Jan 2022 08:36 PM (IST)

    ৪৭ মিনিট

    অল্পের জন্য গোল মিস মোহনবাগানের। বড় বক্সের বাঁ দিক থেকে দুরন্ত শট লিস্টন কোলাসোর। ক্রস পিসে গেলে বেরিয়ে যায়। দুরন্ত চেষ্টা গোয়ান ফুটবলারের।

    এটিকে মোহনবাগান-০ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 29 Jan 2022 08:33 PM (IST)

    দ্বিতীয়ার্ধ শুরু

    দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল। মাঠে নেমে পড়ল দুই দল।

    এটিকে মোহনবাগান-০ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 29 Jan 2022 08:18 PM (IST)

    প্রথমার্ধ শেষ

    দুটো টিমই বিপক্ষের গোলের দরজা প্রথম ৪৫ মিনিটে খুলতে পারেনি। তবে ইস্টবেঙ্গলের মার্সেলো গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন। মোহনবাগানের লিস্টন কোলাসোও গোল লক্ষ্য করে একটা শট নিয়েছিলেন। অরিন্দম সেভ করে দেন। প্রথমার্ধের শেষ ২০ মিনিটের হিসেব দেখলে, মোহনবাগানের সঙ্গে সমান তালে পাল্লা দিয়েছে ইস্টবেঙ্গল।

    এটিকে মোহনবাগান-০ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 29 Jan 2022 08:15 PM (IST)

    ৪৪ মিনিট

    পেরোসেভিচকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন ডেভিড উইলিয়ামস।

    এটিকে মোহনবাগান-০ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 29 Jan 2022 07:58 PM (IST)

    ২৬ মিনিট

    সহজ সুযোগ মিস ইস্টবেঙ্গলের

    তিরির একটা ছোট ভুল কাজে লাগিয়ে হঠাত্‍ই একটা বল পেয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্সেলো। বাগানের গোলকিপার অমরিন্দরকে একা পেয়েও বল বাইরে মারেন মার্সেলো।

    এটিকে মোহনবাগান-০ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 29 Jan 2022 07:49 PM (IST)

    ১৭ মিনিট

    শুভাশিসের ছোট টোকায় পাওয়া বল ধরে বাঁ দিক থেকে ঢুকে পড়েন ডেভিড উইলিয়ামস। সেখান থেকে তাঁর মাইনাস থেকে গোল করতে পারতেন কার্ল ম্যাকহিউ। তাড়াহুড়ো করায় তা হল না। বল অনেক বেশি দখলে রাখছে ইস্টবেঙ্গল।

    এটিকে মোহনবাগান-০ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 29 Jan 2022 07:43 PM (IST)

    ১১ মিনিট

    পরিবর্তন ইস্টবেঙ্গলে

    চোট নিয়ে মাঠ ছেড়ে উঠে গেলেন অঙ্কিত মুখোপাধ্যায়। তাঁর বদলি হিসেবে নামলেন অমরজিত্‍ কিয়াম

    এটিকে মোহনবাগান-০ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 29 Jan 2022 07:41 PM (IST)

    ১০ মিনিট

    ১০ মিনিট - দুটো উইংকেই চমত্কার কাজে লাগানোর চেষ্টা করছেন সবুজ-মেরুন ফুটবলাররা। মনবীর সিং আর লিস্টন কোলাসো দুটো প্রান্তকে কাজে লাগানোর চেষ্টা করছেন। পিছন থেকে বরাবরের মতো থ্রু বাড়াচ্ছেন হুগো বোমাস। ইস্টবেঙ্গলও অবশ্য শুরু থেকে ছন্দ খুঁজে পেতে চাইছে। আইএসএলে ১০০তম ম্যাচ খেলতে নেমেছেন বাগান ডিফেন্ডার তিরি।

  • 29 Jan 2022 07:32 PM (IST)

    ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

    ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: অরিন্দম, অঙ্কিত, আদিল, ফ্রাঞ্জো, হীরা, সিডওয়েল, সৌরভ, লুয়াং, নাওরেম, মার্সেলো, পেরোসেভিচ।

    ৪-৪-২ ছকে টিম সাজিয়েছেন মারিও।

  • 29 Jan 2022 07:31 PM (IST)

    মোহনবাগানের প্রথম একাদশ

    মোহনবাগানের প্রথম একাদশ: অমরিন্দর, প্রবীর, প্রীতম, তিরি, শুভাশিস, ম্যাকহিউ, দীপক, মনবীর, বোমাস, লিস্টন, উইলিয়ামস। প্রথম একাদশে রাখা হয়নি রয় কৃষ্ণাকে।

Published On - Jan 29,2022 7:31 PM

Follow Us: