ATK MohunBagan: ‘দু-গোল খেলেও পাঁচ গোল দিয়েছি’, ডার্বির আগে হুঙ্কার মোহনবাগান খেলোয়াড়ের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 27, 2022 | 4:21 PM

Kolkata Derby: প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্পর্কে শুভাশিস বলেন, 'এখন আইএসএলের সব টিমই ভাল পারফর্ম করছে। ইস্টবেঙ্গলও ভাল খেলছে, শেষ ম্যাচে জিতেছে। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলব, যে ভুলত্রুটিগুলো ছিল, পুনরাবৃত্তি না হোক সেটাই চাইব।'

ATK MohunBagan: দু-গোল খেলেও পাঁচ গোল দিয়েছি, ডার্বির আগে হুঙ্কার মোহনবাগান খেলোয়াড়ের
Image Credit source: twitter

Follow Us

কলকাতা : বড় ম্যাচ (Kolkata Derby)। সব ম্যাচের সেরা। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের বড় ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। এর আগে আইএসএলে দু-দল মুখোমুখি হলেও গোয়ায় ম্যাচ হয়েছে। আইএসএল (ISL) ডার্বিতে ঘরের মাঠে প্রথমবার খেলবে তারা। ডার্বির আগে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার শুভাশিস বোস (Subhasish Bose) নানা বিষয়ে কথা বললেন। কার্যত ইস্টবেঙ্গলকে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন। অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতেছে মোহনবাগান। তেমনই ইস্টবেঙ্গলও শেষ ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে জিতেছে। বড় ম্যাচের আগে মোহনবাগানের বাঙালি ডিফেন্ডার কী বললেন, তুলে ধরল TV9Bangla

ডার্বির আগে এ দিন শুভাশিস বলেন, ‘কেরালার মাঠে, ওদের সমর্থকের সামনে জেতা, নিঃসন্দেহে মানসিকভাবে আমাদের অনেক ভাল জায়গায় থাকতে সাহায্য করেছে। আত্মবিশ্বাস পেয়েছি। ডার্বির আগে ড্রেসিং রুমের আত্মবিশ্বাস বেড়েছে। গত দু-বছর সব কটা ডার্বিই জিতেছি। আশা করছি এই ডার্বিতেও আমরা ভাল খেলব এবং জেতার চেষ্টা করব।’ শুভাশিসের কাছে ডার্বি নতুন নয়। এর আগেও বহু ডার্বি খেলেছেন। এই ম্যাচের উত্তেজনা সম্পর্কে ওয়াকিবহাল। এই ডার্বির জন্য বিশেষ কোনও প্রস্তুতি রয়েছে কিনা সে প্রসঙ্গে বলেন, ‘বাঙালি হিসেবে ডার্বি সবসময়ই স্পেশাল। ছোট থেকে ডার্বি দেখেছি। যখন থেকে ফুটবল খেলা শুরু করি, ভাবতাম ডার্বি খেলব। মোহনবাগান ক্লাবের হয়ে খেলতে পারছি, আমার কাছে গর্বের বিষয়। ডার্বি সবসময়ই স্পেশাল থাকবে আমার কাছে এবং চাইব স্মরণীয় করে রাখতে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং সকল মোহনবাগান সমর্থকদের ডার্বি জয় উপহার দেওয়াই লক্ষ্য থাকবে।’

প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্পর্কে শুভাশিস বলেন, ‘এখন আইএসএলের সব টিমই ভাল পারফর্ম করছে। ইস্টবেঙ্গলও ভাল খেলছে, শেষ ম্যাচে জিতেছে। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলব, যে ভুলত্রুটিগুলো ছিল, পুনরাবৃত্তি না হোক সেটাই চাইব।’ শুরুর দিকে গোলের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারছিল না এটিকে মোহনবাগান। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৫ গোল করেছে তারা। তবে ২ ম্যাচে ৪ গোল খেয়েওছে। কোন ভুল ত্রুটি শোধরাতে চান, সে প্রসঙ্গে শুভাশিস বলেন, ‘লাস্ট ম্যাচে আমরা অনেক গোলের সুযোগ তৈরি করেছি। দল হিসেবে পরস্পরকে সাপোর্ট করেছি। পরবর্তী ম্যাচ থেকেও কোচের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। আশা করি গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারব। তাহলে আমাদের ফল অনেক ভাল হবে।’

এরপরই এল রক্ষণ প্রসঙ্গ। শুভাশিসের হুঁশিয়ারি, ‘ডিফেন্সে পরিবর্তন হয়েছে। একটু মানিয়ে নিতে সময় লাগছে। পারফরম্যান্সে উন্নতি করতে হবে, সবচেয়ে জরুরি ম্যাচ থেকে ভাল রেজাল্ট আনা। গত ম্যাচে আমরা দু-গোল খেলেও পাঁচ গোল করেছি। পরের ম্যাচে ক্লিনশিট রাখাতেই নজর থাকবে।’