আইএসএলে সুনীল বনাম রয় কৃষ্ণা

sushovan mukherjee |

Dec 21, 2020 | 12:23 PM

আইএসএলে আজ ২ আর ৩ নম্বরের লড়াই। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে ২ নম্বরে এটিকে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে রয় কৃষ্ণাদের পরেই সুনীলরা।

আইএসএলে সুনীল বনাম রয় কৃষ্ণা
আইএসএলে আজ সুনীল বনাম রয় কৃষ্ণা। ছবি-আইএসএল।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: ফতোরদায় আইএসএলের হাইপ্রোফাইল লড়াই। সুনীল ছেত্রীদের সামনে এটিকে মোহনবাগান। আই লিগ,ফেডারেশন কাপ,এএফসি কাপের পর এবার আইএসএলের মঞ্চে মুখোমুখি ভারতীয় ফুটবলের দুই সেরা দল। এখনও পর্যন্ত আইএসএলে অপরাজিত বেঙ্গালুরু এফ সি। সুনীলরাই আইএসএলের একমাত্র দল যারা এখনও হারের মুখ দেখেনি। অন্যদিকে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে মুম্বই সিটি এফসির পরেই আছে এটিকে মোহনবাগান। বেঙ্গালুরুকে হারিয়ে মুম্বইকে ছুঁয়ে ফেলার সুযোগ হাবাসের দলের সামনে।

কঠিন ম্যাচে এফসি গোয়াকে হারিয়ে বেঙ্গালুরু ম্যাচের আগে অনেকটাই আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির। সুনীলদের বিরুদ্ধে হাবাসের ইউএসপি হতে চলেছে রয় কৃষ্ণা আর মনবীর জুটি। মোহনবাগানের ৭টা গোলই করেছে এই জুটি। আগের ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ডেভিড উইলিয়ামসও। তবে দলের মাঝমাঠের খেলায় আরও ছন্দ চাইছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ।

আজ ফতোরদায় বড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন সন্দেশ জিঙ্ঘান-তিরিরা। ওপেন প্লে এখনও গোল হজম করেনি এটিকে মোহনবাগান ডিফেন্স। অন্যদিকে ওপেন প্লে থেকে ৭ গোল করেছেন সুনীল ছেত্রীরা। ভারত অধিনায়কের সঙ্গে ছন্দে আছেন ব্রাজিলিয়ান মিডিও সেলিটন সিলভাও। আজ চোট পাওয়া আসিক কুরিয়ানের জায়গায় শুরু থেকে খেলতে পারেন উদান্তা সিং। তাই বলা চলে বেঙ্গালুরুর ত্রিফলাকে আটকাবার চ্যালেঞ্জ সন্দেশ-প্রীতমদের সামনে।

আরও পড়ুন: আইএসএলে ইস্টবেঙ্গলের জয় কবে আসবে সুপর্ণা?

মেগা ম্যাচের আগে স্প্যানিশ কোচ হাবাসের গলাতেও প্রতিপক্ষ সম্পর্কে সমীহের সুর। দুবারের আইএসএল জয়ী কোচ বলছেন, “এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ ম্যাচ। বেঙ্গালুরু কঠিন প্রতিপক্ষ। ৯০ মিনিটের লড়াইয়ের পরই পরিষ্কার হয়ে যাবে আমরা ৩ পয়েন্ট পাব কিনা।”

Next Article