ATK Mohunbagan: নতুন মরসুমে কী লক্ষ্য গত ডার্বির নায়কের? জানুন বিস্তারিত…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 04, 2022 | 9:06 PM

প্রত্যেকের কাছ থেকেই কম বেশি অনেক কিছু শেখা যায়। ফ্লোরেন্টিনের মতো খেলোয়াড়ের সঙ্গে থাকাটা আমার কাছে যথেষ্ট সন্মানের।

ATK Mohunbagan: নতুন মরসুমে কী লক্ষ্য গত ডার্বির নায়কের? জানুন বিস্তারিত...
ডার্বি ম্যাচে গোলের পর কিয়ান। (ফাইল ছবি)
Image Credit source: TWITTER

Follow Us

কলকাতা : বড় ম্যাচ। অনেক বড় খেলোয়াড় হারিয়ে যায়। তেমনই এই ম্যাচ থেকে নতুন তারকারও জন্ম হয়। গত কলকাতা ডার্বি (Derby) জন্ম দিয়েছিল নতুন তারকার। বাপ কা বেটা বলতে যা বোঝায়। একটা ডার্বিই রাতারাতি নায়ক বানিয়েছিল এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) কিয়ান নাসিরিকে। প্রাক্তন ফুটবলার জামশিদ নাসিরির ছেলে কিয়ান (Kiyan Nasiri)। ইরান থেকে ভারতে এসেছিলেন এই ফুটবলার। তারপর এটিই তাঁর দেশ। কলকাতা ময়দান হয়ে উঠেছিল তাঁর বাড়ি। ছেলে কিয়ান নাসিরিও বাবার মতোই জনপ্রিয় হয়ে উঠতে পারবে কী না, সময়ই বলবে। এ বছরের ২৯ জানুয়ারি কিয়ানের জীবন কিছুটা হলেও বদলে দিয়েছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।

আইএসএল ডার্বি। ম্যাচের ৬১ মিনিটে পরিবর্ত হিসেবে নামানো হয় তরুণ ফুটবলার কিয়ানকে। ডার্বিতে অভিষেক। মাঠে নামার তিন মিনিটের মধ্যেই গোল। এটিকে মোহনবাগানের পক্ষে ম্যাচের স্কোর ৩-১। হ্যাটট্রিক কিয়ানের। সামনে আরও একটা বড় ম্যাচ। নতুন মরসুমে আইএসএলেও দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের। এ ছাড়াও রয়েছে এএফসি কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। নতুন মরসুমে কী লক্ষ্য থাকবে কিয়ানের? জানালেন, ‘ডার্বি অভিষেকের পর জীবনে অনেক কিছু বদলে গিয়েছে, তা নয়। আগে যা করেছি, এখনও করি। তবে দায়িত্ব বেড়েছে। দল, সমর্থক এবং ক্লাবের কাছে যে ভালবাসা ও সমর্থন পেয়েছি, প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমাকে আরও পরিশ্রম করতে হবে। আরও উন্নতি করতে হবে, যাতে গত মরসুমের চেয়ে আরও ভাল খেলতে পারি। আমাকে নিয়ে প্রতিপক্ষ কোনও বিশেষ পরিকল্পনা করে কী না, জানা নেই। এটুকু বলতে পারি, এখন মাঠে নেমে তারা বুঝতে পারে, কে কিয়ান নাসিরি। এটা কম বড় প্রাপ্তি নয়।’

এটিকে মোহনবাগানে এবার সবচেয়ে বড় চমক পোগবা। বিশ্বকাপ জয়ী ফরাসি দলের সদস্য পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবা। ফরাসি লিগে প্রথম ও দ্বিতীয় ডিভিশনে খেলেছেন। শুধু তাই নয়, আমেরিকার মেজর লিগ সকারেও খেলেছেন। অভিজ্ঞতা প্রচুর। শুধু পোগবাই নন, সকলের থেকেই শেখার ইচ্ছে রয়েছে কিয়ানের। নতুন তারকা বলছেন, ‘আমাদের দলের প্রায় প্রতিটি খেলোয়াড়েরই বিভিন্ন রকমের অভিজ্ঞতা রয়েছে। প্রত্যেকের কাছ থেকেই কম বেশি অনেক কিছু শেখা যায়। ফ্লোরেন্টিনের মতো খেলোয়াড়ের সঙ্গে থাকাটা আমার কাছে যথেষ্ট সন্মানের। কারণ, ও ইউরোপের অন্যতম বড় লিগে এবং আমেরিকার লিগে দীর্ঘদিন খেলেছে। কোথা থেকে এসেছে, সেটা বড় কথা নয়। অভিজ্ঞতাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর ফলে আমরাও অনেক কিছু জানতে ও শিখতে পারব ওর কাছ থেকে।’

Next Article