ISL 2021-22: ৩ পয়েন্ট এল, এ বার নতুন অধ্যায় শুরু করবেন ফেরান্দো

এতদিন বিপক্ষ কোচ হিসেবে মেপেছেন মোহনবাগানকে। এই প্রথম সবুজ-মেরুন ড্রেসিং রুমে ঢোকার সুযোগ পেলেন। তাও যখন টিম চরম ব্যর্থতার মধ্যে। বাগানে নতুন কোচ হিসেবে কী দেখলেন?

ISL 2021-22: ৩ পয়েন্ট এল, এ বার নতুন অধ্যায় শুরু করবেন ফেরান্দো
ISL 2021-22: ৩ পয়েন্ট এল, এ বার নতুন অধ্যায় শুরু করবেন ফেরান্দো (ছবি-আইএসএল টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 10:41 AM

পানাজি: টানা চার ম্যাচে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হয়েছে আন্তোনিও হাবাসকে। ফুটবলারদের ফর্মে না থাকা, প্রতিপক্ষের বিরুদ্ধে ঠিকঠাক স্ট্রাটেজি তৈরি করতে না পারা, এমন অনেক সমস্যায় ডুবেছিল এটিকে মোহনবাগান। সেখান থেকে বেরিয়ে জয়ে ফিরল সবুজ-মেরুন। নতুন কোচ হিসেবে হুয়ান ফেরান্দো (Juan Ferrando) দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সাফল্যে ফিরল টিম। গোয়া ছেড়ে মোহনবাগানে (ATK Mohun Bagan) আসা নিয়ে কম বিতর্কে পড়েননি তিনি। নর্থইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে ৩-২ জয় যেমন রয় কৃষ্ণা-হুগো বোমাসদের স্বস্তি দিল, তেমনই নতুন কোচ ফেরান্দোকে নিয়ে তৈরি হল নতুন প্রত্যাশা। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে উঠে পড়ল মোহনবাগান।

যে টিম ব্যর্থতায় জেরবার ছিল, তারাই রাতারাতি রাস্তা খুঁজে পেল কি করে? ফেরান্দো ম্যাচের পর বলছেন, ‘সদ্য কোচ বদল হয়েছে টিমের। নতুন কোচ হিসেবে ছেলেরা আমার সম্পর্কে অল্প বিস্তর জানে। মূলত স্ট্যাটিজি নিয়েই টিমের সঙ্গে কথা হয়েছিল ম্যাচের আগে। আমি টিমকে বলেছিলাম, বিপক্ষকে চাপে রেখে পজেশনাল অ্যাটাকে বেশি যেতে। প্লেয়াররা এই পরিস্থিতিতে স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করেছে। আশা করি আমার এই স্ট্যাটাসটা প্লেয়ারদের পছন্দ হবে। দল হিসেবে ওরা আগামী দিনে আরও উন্নতি করবে।’

এতদিন বিপক্ষ কোচ হিসেবে মেপেছেন মোহনবাগানকে। এই প্রথম সবুজ-মেরুন ড্রেসিং রুমে ঢোকার সুযোগ পেলেন। তাও যখন টিম চরম ব্যর্থতার মধ্যে। বাগানে নতুন কোচ হিসেবে কী দেখলেন? ফেরান্দোর কথায়, ‘দলের স্পিরিট খুব ভালো জায়গায় রয়েছে। এটা থাকলেই যে কোনও টিম ভালো পারফর্ম করে। তবে নতুন কোচ হিসেবে আমি আমার স্বাভাবিক ফুটবল দিয়েই ম্যাচের লাইনআপে তৈরি করেছিলাম। কারণ খুব ভাল করে জানি, মৌসুমী মাঝখানে বেশি কাজ করার সুযোগ পাওয়া যায় না। সপ্তাহে একটা বা দুটো ম্যাচ খেলতে হচ্ছে। তাই নতুন করে স্ট্যাটিজি নিয়ে কাজ করার সুযোগ পাব না। কোচ হিসেবে আমি আগে নর্থইস্ট ম্যাচটা দেখে নিতে চেয়েছিলাম। বুধবার থেকে একটা নতুন অধ্যায় শুরু হবে। আসলে টিমের সঙ্গে কাজ করতে না নামলে বুঝতে পারব না, কী পরিকল্পনা নিয়ে এগোনো উচিত।’

এফসি গোয়াকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিলেন ফেরান্দো। ভারতীয় ফুটবলে যা ইতিহাস। সেখান থেকে শতাব্দী প্রাচীন ক্লাবের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি। বাগানের নতুন কোচ বলছেন, ‘ভালো ক্লাব, ভালো পরিবেশ। সে সঙ্গে প্রচুর সমর্থক এই ক্লাবের। এইরকম একটা ক্লাবে কোচিং করার সুযোগ পাওয়াটা বিরাট ব্যাপার। সবচেয়ে বড় কথা, এই ক্লাবের একটা স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এইরকম ক্লাবে কোচিং করতে এসে ভালো লাগছে।’

খালিদ জামিলের টিমের বিরুদ্ধে জোড়া গোল করে বাগানকে জেতানো নায়ক হুগো বোমাস বলছেন, ‘নতুন কোচ একদিন আগে টিমের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ আমরা এখনও পাইনি। উনি নর্থইস্ট ম্যাচে মাঠে নামার আগে পুরো টিমকে বলেছিলেন, ম্যাচটা উপভোগ করো। অবশ্য স্ট্রেটিজিতেও আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। সব মিলিয়ে এই জয়টা টিমের জন্য দরকার ছিল। এ বার সামনে তাকাতে হবে।’