Inter Kashi : আধ্যাত্মিক শহরে ফুটবল, ইন্টার কাশির হাত ধরে ভারতে ফিরল অ্যাটলেটিকো

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 30, 2023 | 12:05 AM

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। লোগো প্রকাশিত হয়েছে। ক্লাবের লোগোয় রয়েছে শিবের কপালের তিলক চিহ্ন।

Inter Kashi : আধ্যাত্মিক শহরে ফুটবল, ইন্টার কাশির হাত ধরে ভারতে ফিরল অ্যাটলেটিকো
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : এ বার দেশের আধ্যাত্মিক শহর কাশী মাতবে ফুটবলে। জাতীয় স্তরে প্রথম পেশাদার ফুটবল টিম পেল উত্তর প্রদেশ। যার নাম রাখা হয়েছে ইন্টার কাশি (Inter Kashi)। কলকাতার কনগ্লোমারেট আরডিবির সহযোগী হিসেবে এই নতুন ফুটবল দলের হাত ধরে ভারতীয় ক্রিকেটে ফের প্রবেশ হল অ্যাটলেটিকো ডি মাদ্রিদের। এছাড়া অ্যান্ডোররার ক্লাব ইন্টার এসকালডেস ও এফসি অ্যান্ডোরা হাত মিলিয়েছে অ্যাটলেটিকোর সঙ্গে। স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি অ্যান্ডোরার অন্যতম মালিক হলেন বার্সেলোনার প্রাক্তন ফুটবলার জেরার্ড পিকে। ইন্টার কাশির (Atletico Madrid) হাত ধরে যেমন ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন হল অ্যাটলেটিকো মাদ্রিদের তেমনই প্রবেশ ঘটল স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

আত্মপ্রকাশের পরপরই এই দল আইলিগের জন্য ঝাঁপাচ্ছে। আরডিবি গ্রুপ ইতিমধ্যেই আসন্ন আইলিগ মরসুমের জন্য সরাসরি আইলিগে খেলার জন্য আবেদন জমা করেছে। এর পাশাপাশি জামশেদপুর এফসি প্রাক্তন কোচ কার্লোস সান্তামারিনাকে কোচ হিসেবে ঘোষণা করেছে। উত্তর প্রদেশের শহর বারাণসী বেসড এই ক্লাব। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। লোগো প্রকাশিত হয়েছে। ক্লাবের লোগোয় রয়েছে শিবের কপালের তিলক চিহ্ন। যেহেতু বারাণসীকে দেশের অন্যতম আধ্যাত্মিক শহরগুলির মধ্যে ধরা হয়, তাই লোগোতে অভিনবত্ব। ক্লাবটি এই মরসুমেই আই লিগ খেলতে পারবে কি না তা এখনও নিশ্চিত নয়। আই লিগে খেলার জন্য সরাসরি বিড পেপার জমা দিয়েছে পাঁচটি কর্পোরেট সংস্থা। বছরের শুরুর দিকেই জানিয়ে দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তালিকায় রয়েছে ইন্টার কাশি।

আইএসএলে কলকাতার ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতীয় ফুটবলে প্রবেশ করেছিল অ্যাটলেটিকো ডি মাদ্রিদ। ক্লাবটির তরফে একঝাঁক ছবি পোস্ট করা হয়। একইসঙ্গে বিবৃতি দিয়ে অ্যাটলেটিকো জানিয়েছে, ফুটবল সংক্রান্ত এবং ক্লাবের সবরকম টেকনিক্যাল কাজে সাহায্য করবে অ্যাটলেটিকো। একইসঙ্গে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য গড়ে তোলা হবে যুব অ্যাকাডেমি। যার নাম হবে ‘অ্যাটলেটিকো ডি ভারত’। এই ক্লাবের লক্ষ্য হল খুঁজে খুঁজে ফুটবল প্রতিভা তুলে আনা।

Next Article