Luis Suarez dies : ফুটবল জগতে নক্ষত্র পতন, প্রয়াত বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ
ছয় বছর ধরে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে জিতেছেন একাধিক লা লিগা খেতাব। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফুটবল বিশ্বে।
কলকাতা : গত মে মাসে ছিল জন্মদিন। ধুমধাম করে বিশেষ দিনটি পালন করেছিলেন প্রাক্তন বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ। তার মাস দুয়েকের মধ্যে ফুটবল বিশ্বে নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার লুইস সুয়ারেজ। একমাত্র স্প্যানিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব রয়েছে সুয়ারেজের। সেই কিংবদন্তিকে হারাল ফুটবল জগত। ছয় বছর ধরে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে জিতেছেন একাধিক লা লিগা খেতাব। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফুটবল বিশ্বে। বিস্তারিত জানুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পুরো নাম লুইস সুয়ারেজ মিরামোন্টেস। ফুটবল কেরিয়ারে এফসি বার্সেলোনা, ইন্টার মিলান, সাম্পাদোরিয়া-সহ একাধিক ক্লাবে খেলেছেন। স্প্যানিশ ফুটবল সুয়ারেজের অবদান অনেক। তাঁকে স্প্যানিশ ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হয়। মার্জিত এবং চমৎকার ফুটবল শৈলীর জন্য পরিচিত ছিলেন তিনি। ফুটবল জগতে ‘দ্য আর্কিটেক্ট’ নামে পরিচিত ছিলেন সুয়ারেজ। ১৯৬০ সালে ব্যালন ডি’অর পুরস্কারে ভূষিত হন। ১৯৬৪ সালে স্পেনের জাতীয় দলের হয়ে জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। স্পেনের হয়ে ফেরেঙ্ক পুসকাস, অ্যালফ্রেডো ডি স্টেফানোর মতো কিংবদন্তিদের পিছনে ফেলে ফুটবলের সর্বোচ্চ সম্মান পান। ১৯৫৫ থেকে ১৯৬১ সাল পর্যন্ত বার্সেলোনায় হয়ে খেলেছেন তিনি। বার্সেলোনার হয়ে খেলেছেন ২৫৩টি ম্যাচ। রয়েছে ১৪১টি গোল। ১৯৫৮-৫৯ এবং ১৯৫৯-৬০ মরসুমে দুটি লা লিগা খেতাব জিতেছেন। বার্সেলোনায় থাকাকালীন ২টি স্প্যানিশ ও জোড়া ফেয়ার কাপ জিতেছেন। ১৯৬০ সালে ইন্টারে যোগ দেন।
Leyenda del fútbol. Leyenda del Barça.
253 partidos 141 goles 2 Ligas (1958/59 y 1959/60) 2 Copas de España (1956/57 y 1958/59) 2 Copa de Ferias (1957/58 y 1959/60) 1 Balón de Oro (1960)
Te echaremos mucho de menos. Descansa en paz, Luis Suárez Miramontes. ? pic.twitter.com/vsscTAGyFi
— FC Barcelona (@FCBarcelona_es) July 9, 2023
খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পরও ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ইন্টারের হয়ে কোচিং করিয়েছেন। এছাড়া স্পেনের অনূর্ধ্ব ২১ এবং সিনিয়র স্প্যানিশ টিমকেও কোচিং করিয়েছেন। এছাড়া বহু ইতালিয়ান এবং স্প্যানিশ ক্লাবকে কোচিং করিয়েছেন। ১৯৩৫ সালের ২ মে জন্ম লুইস সুয়ারেজের। গত মে মাসে ৮৮ বছরে পা দেন। জন্মদিনের মাস দুয়েক পর অন্যলোকে পাড়ি দিলেন।