El Clasico: আত্মঘাতী গোলে এল ক্লাসিকো জয় বার্সার, ঘরের মাঠে হারল রিয়াল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 03, 2023 | 2:26 PM

Real Madrid vs Barcelona: আত্মঘাতী গোলই কাল হল রিয়ালের। ঘরের মাঠে বার্সেলোনার বিরুদ্ধে হারলেন করিম বেঞ্জেমারা।

El Clasico: আত্মঘাতী গোলে এল ক্লাসিকো জয় বার্সার, ঘরের মাঠে হারল রিয়াল
El Clasico: আত্মঘাতী গোলে এল ক্লাসিকো জয় বার্সার, ঘরের মাঠে হারল রিয়াল
Image Credit source: Barcelona Twitter

Follow Us

মাদ্রিদ: ফুটবল জগতে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এল ক্লাসিকো (El Clasico)। রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও বার্সেলোনা (Barcelona) যখনই মুখোমুখি হয়েছে তখনই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থেকেছে আপামর ফুটবল মোদীরা। এ বার কোপা দেল রে-এর সেমিফাইনালে ফের মুখোমুখি হল মাদ্রিদ ও বার্সা। প্রথম লেগের ম্যাচের পর ১-০ ব্যবধানে এগিয়ে লিওনেল মেসির পুরনো ক্লাব। বার্সা জিতলেও গোল পাননি রাফিনহা, তোরেসরা। বার্সাকে জিতিয়ে দিয়েছেন রিয়ালের ডিফেন্ডার এদের মিলিতাও (Eder Militao)। তাঁর আত্মঘাতী গোলই রিয়ালের ঘরের মাঠে এল ক্লাসিকো জিতল বার্সেলোনা। বিস্তারিত জানুন TV9Bangla– র এই প্রতিবেদনে।

ম্যাচের শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল দুই দলকে। গোল করার সুযোগ তৈরি করতে পারছিলেন না দুই দলের ফুটবলাররা মাদ্রিদের নিয়ন্ত্রিত বল দখল একবারের জন্যও বার্সেলোনার সম্মিলিত ডিফেন্স ভাঙতে পারেনি। ফলত ম্যাচের শেষ মিনিট অবধি একটি বলও বার্সার গোলে রাখতে পারেননি করিম বেঞ্জেমারা। বরং ম্যাচের ২৬ মিনিটের মাথায় বার্সেলোনার ফ্রাঙ্ক কেসি বল নিয়ে ছুটছিলেন মিডফিল্ডে। সেই বলটি এদের মিলিতাওয়ের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। গোল পেয়ে যায় বার্সেলোনা। কেসির সেই দৌড় প্রথমে অফসাইড দেওয়া হলেও, পরে ভিডিয়ো রিপ্লেতে সেটিকে গোল হিসেবে বিবেচনা করা হয়। যদিও এর আগে ম্যাচের ১২মিনিটের মাথায় মাদ্রিদের হয়ে গোল করেছিলেন বেঞ্জেমা। কিন্তু সেটি অফসাইড হয়ে যাওয়ায় মাদ্রিদের জয়ের আশা থমকে যায়। এর পর আর গোলের সুযোগ পায়নি মাদ্রিদ।

ম্যাচের এই ফলাফলে খুশি বার্সা কোচ জাভি। ম্যাচের শেষে তিনি বলেন “ম্যাচের ফলাফলে আমি খুশি। তবে প্লেয়ারদের এই প্রদর্শন প্রত্যাশিত নয়। প্রথম লেগ জেতার ফলে দ্বিতীয় লেগে আমরা মানসিকভাবেও এগিয়ে থাকব। এ ছাড়া ঘরের মাঠে খেলার সুযোগও পাব। যদিও পরের ম্যাচে মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর সম্ভবনা প্রবল।” উল্লেখ্য ৬ এপ্রিল রয়েছে বার্সা বনাম রিয়ালের কোপা দেল রে-র দ্বিতীয় লেগের ম্যাচ।

 

Next Article