লিসবন: ঘরের মাঠ হোক কিংবা বাইরের মাঠ। হেরেই চলেছে বার্সেলোনা (FC Barcelona)। চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ পর্বের ম্যাচে বেনফিকার (Benfica) কাছে ০-৩ গোলে হার কাতালান ক্লাবের। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) কাছে ০-৩ গোলে হেরেছিল রোনাল্ড কোম্যানের দল। এ বার বেনফিকার কাছেও পরাস্ত হল বার্সেলোনা।
যা পরিস্থিতি, তাতে নক আউটে ওঠাই শক্ত হয়ে দাঁড়াল রোনাল্ড কোম্যানের (Ronald Koeman) দলের কাছে। মেসি ক্লাব ছাড়ার পর মোটেই ভালো অবস্থায় নেই বার্সেলোনা। খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ম্যাচের শুরুতেই ৩ মিনিটে ডারউইন নুনেজের গোলে এগিয়ে যায় বেনফিকা। ডিপে, ডি জংরা এ দিন নিষ্প্রভই ছিলেন। দ্বিতীয়ার্ধ শুরু হতেও সেই বেনফিকার দাপট। ৬৯ মিনিটে রাফা সিলভার গোলে ব্যবধান ২-০ করে বেনফিকা। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন নুনেজ। ৮৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার এরিক গার্সিয়া। ৬০ বছর পর বেনফিকার কাছে হারল বার্সা। ১৯৬১ সালে শেষ বার বেনফিকার কাছে হেরেছিল বার্সেলোনা
? Benfica beat Barcelona for first time since 1961 ?#UCL pic.twitter.com/lbedNfPXTN
— UEFA Champions League (@ChampionsLeague) September 29, 2021
ম্যাচ হেরে ক্ষুব্ধ কোচ রোনাল্ড কোম্যান। তিনি বলেন, ‘ফুটবলারদের শরীরী ভাষাই বুঝিয়ে দিচ্ছে ওরা জেতার জন্য মাঠে নামেনি। এর বেশি আমি কিছু জানিনা। আমি আমার ভবিষ্যৎও জানিনা। ক্লাব আমাকে রাখবে কি রাখবে না সেটা ক্লাবের ব্যাপার। এটা আমার হাতে নেই। চ্যাম্পিয়ন্স লিগে দুটো ম্যাচ হারের পর তা মেরামতিতে যে কোনও কোচের পক্ষেই কাজটা কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের টিম শক্তিশালী। অথচ গোলের সুযোগ পেয়েও কেউ তা কাজে লাগাতে পারল না।’
বার্সেলোনার অবস্থা খুবই শোচনীয়। ২ ম্যাচে কোনও পয়েন্ট আসেনি ঝুলিতে। গ্রুপ টেবিলে সবার নীচে কাতালান ক্লাব। শনিবার আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) বিরুদ্ধে ম্যাচ বার্সেলোনার। সেই ম্যাচে বেঞ্চে রোনাল্ড কোম্যান থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কারণ ডাচ কোচের শাস্তি কমাতে লা -লিগার কাছে আবেদন করেছে ক্লাব কর্তৃপক্ষ।
আরও পড়ুন: UEFA Champions League: মাইলস্টোন ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ত্রাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো