বার্সেলোনা: কাতালান ক্লাবের নীল লাল জার্সি গায়ে আর দেখা যাবে না তাঁকে। ২১ বছরের সম্পর্ক শেষ। বার্সেলোনায় শেষ মেসি অধ্যায়। বৃহস্পতিবার রাতে ফুটবল বিশ্বে তোলপাড় করা খবর। লিওনেল মেসি আর থাকছেন না বার্সেলোনায়। বিবৃতি দিয়ে জানালো বার্সেলোনা ফুটবল ক্লাব। স্পেন সংবাদ মাধ্যমে খবর ছিল, বৃহস্পতিবারই নতুন চুক্তি সই করবেন মেসি। সেই অপেক্ষাতেই বসে ছিলেন মেসি ভক্তরা। কিন্তু সব উল্টে পাল্টে দিয়ে সামনে এল বিচ্ছেদের খবর।
বিবৃতিতে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে , মেসি এবং ক্লাব দুপক্ষই নতুন চুক্তি সই করতে রাজি ছিল। কিন্তু লা লিগার অর্থনৈতিক কাঠামোর জন্য সেই চুক্তি সই করা সম্ভব হচ্ছে না। তাই দুপক্ষের অনিচ্ছা সত্ত্বেও মেসিকে ছাড়তে হচ্ছে বার্সেলোনা।
মাসখানেক আগে ইঙ্গিতটা দিয়েছিলেন লা-লিগার প্রেসিডেন্ট। বলেছিলেন, লা লিগার আর্থিক কাঠামোয় মেসির পক্ষে নতুন চুক্তি সই করা কার্যত অসম্ভব। সেটা হয়তো দুপক্ষই জানতো। তবুও প্রতিমুহূর্তে চেষ্টা চালিয়ে গেছে বার্সেলোনা। কিছুদিন আগেই খবর ছড়িয়ে পড়েছিল ক্লাবের সঙ্গে আরও পাঁচ বছরের নতুন চুক্তি সই করবেন লিও। তবে ব্যর্থ সেই চেষ্টা। লা লিগা সভাপতির দেওয়া সেই ইঙ্গিতই সত্যি হল বৃহস্পতিবার রাতে। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি বার্সেলোনা ভক্তদের কাঁদিয়ে অন্য কোন ক্লাবের পথে তাদের প্রিয় মেসি।