ক্যাম্প ন্যুতে গোলশূন্য ড্র মেসি-সুয়ারেজদের লড়াই
লা লিগার (La Liga) ম্যাচে ক্যাম্প ন্যুতে (Camp Nou) ফের সাক্ষাৎ হল লিওনেল মেসি ও লুই সুয়ারেজের। শনিবার মেসিদের ঘরের মাঠে বার্সেলোনা (Barcelona) বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid) ম্যাচ শেষ গোলশূন্য ড্র হল। পুরনো ক্লাবের বিরুদ্ধে বেশ ভালোই খেলেন সুয়ারেজ। এ দিনের ম্যাচে ড্র হওয়ায় লিগ তালিকার শীর্ষেই রইলো সুয়ারেজরা। বার্সেলোনা রয়েছে দুই নম্বরে।