La Liga: লিও ছাড়া বার্সার প্রথম ম্যাচ আজ

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 15, 2021 | 9:31 AM

মেসি পরবর্তী যুগে বার্সেলোনার ওপর ঝাঁপিয়ে পড়তে চায় রিয়াল সোসিদাদ। অন্যদিকে বার্সেলোনার কাছে চ্যালেঞ্জে মেসিকে ছাড়াও লা-লিগায় নিজেদের দাপট ধরে রাখা।

La Liga: লিও ছাড়া বার্সার প্রথম ম্যাচ আজ
La Liga: লিও ছাড়া বার্সার প্রথম ম্যাচ আজ

Follow Us

বার্সেলোনা: রিয়াল সোসিদাদ (Real Sociedad) ম্যাচ দিয়ে আজ লা-লিগা (La Liga) অভিযান শুরু করছে বার্সেলোনা (Barcelona)। অন্যবারের থেকে আজকের দিনটা আলাদা কাতালান ক্লাবের জন্য। মেসিকে ছাড়া আগেও ম্যাচ খেলেছে বার্সেলোনা। তবে মেসি হীন বার্সেলোনার প্রথম ম্যাচ আজ। গত এক সপ্তাহে বার্সেলোনার ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। দলের প্রাণ ভোমরা, তারকা, বন্ধু, ভরসা ক্লাব ছেড়েছেন। মেসি অধ্যায় ভুলে আজ মাঠে পরীক্ষা দেওয়ার পালা জর্ডি আলবা, পিকেদের।

বার্সেলোনা-রিয়াল সোসিদাদ শেষ ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি। সব মিলিয়ে সোসিদাদের বিরুদ্ধে ১৮টি গোল করেছেন লিও। বার্সেলোনা কোচের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ দলের ফুটবলারদের মেসি অধ্যায় থেকে বাইরে নিয়ে আসা। সাংবাদিক সম্মেলনে রোনাল্ড কোমান (Ronald Koeman) জানিয়েছেন, আমাদের মেসি পর্ব ভুলে এগিয়ে যেতে হবে। পা রাখতে হবে বাস্তবের মাটিতে।

মেসি পরবর্তী যুগে বার্সেলোনার ওপর ঝাঁপিয়ে পড়তে চায় রিয়াল সোসিদাদ। অন্যদিকে বার্সেলোনার কাছে চ্যালেঞ্জে মেসিকে ছাড়াও লা-লিগায় নিজেদের দাপট ধরে রাখা। প্রশ্ন একটাই, মেসির জায়গায় কে খেলবেন? কোম্যানের কথার ইঙ্গিত ধরলে আনসু ফাতির ওপর ভরসা রাখছেন তাঁরা। মেসি পরবর্তী অধ্যায়ে নতুন তারকা হিসেবে তাঁকেই তুলে ধরার ভাবনা চলছে।

Next Article