দোহা: বিশ্বকাপ মানেই তারকা ফুটবলারদের ঝলসে ওঠার মঞ্চ। বিশ্বের বিভিন্ন দেশের তারকা ফুটবলাররা ফুটবলের সবথেকে বড় প্রতিযোগিতায় খেলার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু প্রত্যেক বার সকলের ভাগ্য সাধ দেয় না। তাই চাইলেও বিশ্বকাপ খেলা হয় না অনেক ফুটবলারেরই। TV9 Bangla তৈরি করল এ রকমই ১১ জন তারকা ফুটবলারের একাদশ। যাঁদের আমরা দেখতে পাব না কাতার বিশ্বকাপে। তাঁদের কেউ চোট পেয়ে ছিটকে গিয়েছেন দল থেকে। আবার কারও দেশই কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি।
গিয়ানলুইজি ডোনারুমা: ইটালির এই গোলরক্ষক খেলেন প্যারিস সাজাঁতে। ২৩ বছরের এই ফুটবলারকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে। কারণ চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইটালি কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে।
রেসি জেমস: ইংল্যান্ডের এই ফুটবলার খেলেন চেলসিতে। রাইট ব্যাকে খেলা ২২ বছরের জেমস চোট পেয়ে ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিরুদ্ধে হাঁটুতে চোট পান তিনি।
ডেভিড আলাবা: অস্ট্রিয়ার এই ফুটবলার রিয়াল মাদ্রিদের নিয়মিত সদস্য। কিন্তু তাঁর দেশ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে।
অ্যান্ডি রবার্টসন: লিভারপুলের এই তারকা ফুটবলারকেও দেখা যাবে না কাতারে। স্কটল্যান্ড যোগ্যতা অর্জন না করায় এই লেফ্ট ব্যাকের দোহায় খেলা হল না।
লুইস ডায়াজ: লিভারপুলের এই উইঙ্গারও খেলবেন না কাতার বিশ্বকাপে। তাঁর দেশ কলম্বিয়া নেই কাতার বিশ্বকাপে।
নিকোলা বরেলা: ইন্টার মিলানের এই সেন্ট্রাল মিডফিল্ডারের কাতার বিশ্বকাপ খেলা হবে না কারণ ইটালি এ বার বিশ্বকাপের বাইরে।
পল পোগবা: ২০১৮ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে জুভেন্তাসে যাওয়ার পর থেকেই চোট ভোগাচ্ছে তাঁকে। তাঁর জেরে কাতার বিশ্বকাপের বাইরে তিনি।
খভিচা কভারতসখেলিয়া: জর্জিয়ার এই উইঙ্গার খেলেন ইটালির ক্লাব নাপোলিতে। কিন্তু জর্জিয়া কাতার বিশ্বকাপের বাইরে। তাই খভিচারও খেলা হবে না।
মহম্মদ সালাহ: লিভারপুলের এই তারকা ফুটবলারের না থাকা নিশ্চিতভাবে হতাশার। তাঁর দেশ মিশর কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ।
আর্লিং হাল্যান্ড: নরওয়ের এই স্ট্রাইকার ম্যাঞ্চেস্টার সিটির আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। কিন্তু নরওয়ে কাতার বিশ্বকাপে যেতে না পারায় হাল্যান্ডও বিশ্বকাপের বাইরে।
মিখাইলো মুদ্রিক: ইউক্রেনও কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্য়র্থ। তাই শাখতার ডোনেস্কের এই ফুটবলারের কাতার যাওয়া হয়নি।