FIFA Ban: ‘ফুটবলারদের অধিকারের জন্য লড়াই জারি থাকবে’, বললেন বাইচুং
প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকারের প্রস্তাবকে সমর্থন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন বাইচুং ভুটিয়া। যে বিষয়টিকে গুরুত্বও দিয়েছে দেশের শীর্ষ আদালত।
কলকাতা: সোমবার সুপ্রিম কোর্টের দিকেই চেয়েছিল দেশের গোটা ফুটবলমহল। ফিফা নির্বাসনের (FIFA) কবলে ভারতীয় ফুটবল। আর তারই রায়দান দেশের শীর্ষ আদালতে। দু ঘণ্টারও বেশি সময় ধরে আদালতে সওয়াল জবাব চলে। শুনানির আগে আবার পাল্টা আবেদন করে বাইচুং ভুটিয়ার (Baichung Bhutia) নেতৃত্বাধীন প্রাক্তন ফুটবলারদের কমিটি। ফেডারেশনে প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার দাবিতেই সেই আবেদন। প্রাক্তন ফুটবলারদের গুরুত্ব দিতে চেয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court) নিযুক্ত প্রশাসনিক কমিটি। প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকারের কথা ফেডারেশনের প্রস্তাবিত গঠনতন্ত্রের খসড়ায় তুলে ধরে প্রশাসনিক কমিটি। প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার ফিফার আইন বিরুদ্ধ। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরে ফেডারেশনকেই নির্বাসিত করে ফিফা। সোমবার অবশ্য সেই প্রশাসনিক কমিটিকে বাতিল করল সুপ্রিম কোর্ট। নির্বাচনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হল। আর এই নির্বাচনী প্রক্রিয়া করবে ফেডারেশনই।
প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকারের প্রস্তাবকে সমর্থন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন বাইচুং ভুটিয়া। যে বিষয়টিকে গুরুত্বও দিয়েছে দেশের শীর্ষ আদালত। উল্লেখ্য, ফেডারেশনের সভাপতি পদের জন্য প্রাক্তন ফুটবলারদের সমর্থন নিয়ে মনোনয়নও জমা দিয়েছিলেন বাইচুং। এক অনুষ্ঠানে এসে দেশের প্রাক্তন ফুটবলার বলেন, ‘এটা কোনও পক্ষের রায় নয়। দেশের ফুটবলকে বাঁচাতেই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আমাদের প্রধান লক্ষ্যই হল, দ্রুত ফিফা নির্বাসন তুলতে হবে। দেশের মাটিতে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপও আয়োজন করতে হবে। কারণ, বিশ্বকাপের সঙ্গে আমাদের সম্মান জড়িয়ে আছে। প্রশাসনিক কমিটির প্রস্তাবিত খসড়া অনুযায়ী কমিটিতে যে ৫০ শতাংশ ফুটবলারের থাকার কথা বলা হচ্ছিল এবং তাদের ভোটাধিকারের কথা বলা হয়েছিল, সেটাকে গুরুত্ব দেওয়ার জন্যই এই আবেদন। স্বাধীনতার ৭৫ বছরেও আমরা কোনও ফুটবলারকে প্রেসিডেন্ট হিসেবে পাইনি। ফুটবলাররা অবসরের পর যে শুধু কোচই হবে তা নয়, তারাও প্রশাসনে আসতে পারে। ফুটবলারদের উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। তাদেরও সুযোগ দেওয়া উচিত। এটা নিয়ে আমরা লড়াই জারি রাখব। আগে আমাদের নির্বাসন তুলতে হবে।’
উল্লেখ্য, বাইচুং ভুটিয়ার এই আবেদন নিয়েও দীর্ঘ আলোচনা হয় এদিনের শুনানিতে। তবে শেষ পর্যন্ত ফিফার দাবিকেই মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না থাকলে, বাইচুংকে লড়তে হলে কোনও রাজ্য সংস্থার প্রতিনিধি হিসেবেই এখন মনোনয়ন জমা দিতে হবে। যদিও এই প্রসঙ্গে কোনও কথা বলেননি পাহাড়ি বিছে।