FIFA WWC 2023: বিশ্বকাপ জিতে সাফল্যের ঝুলি পূর্ণ করতে চান ব্রাজিল কোচ

Jun 26, 2023 | 7:00 AM

FIFA Women's World Cup 2023: কেরিয়ারে সব প্রাপ্তির মাঝেও অপ্রাপ্তি থাকে কিছু। ব্রাজিল মহিলা ফুটবল দলের কোচ পিয়া সুন্ধাগের কোচিং কেরিয়ারে অপ্রাপ্তি বিশ্বকাপ। তেমনই ব্রাজিলেরও অপ্রাপ্তি।

FIFA WWC 2023: বিশ্বকাপ জিতে সাফল্যের ঝুলি পূর্ণ করতে চান ব্রাজিল কোচ
Image Credit source: twitter

Follow Us

কেরিয়ারে সব প্রাপ্তির মাঝেও অপ্রাপ্তি থাকে কিছু। ব্রাজিল মহিলা ফুটবল দলের কোচ পিয়া সুন্ধাগের কোচিং কেরিয়ারে অপ্রাপ্তি বিশ্বকাপ। তেমনই ব্রাজিলেরও অপ্রাপ্তি। ব্রাজিল পুরুষ দল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ব্রাজিল মহিলা দলের পারফরম্যান্স দুর্দান্ত। রয়েছেন কিংবদন্তি মার্তা। কেরিয়ারের সায়াহ্নে এসে একটা বিশ্বকাপ জয় তাঁরও বিরাট প্রাপ্তি হতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আগামী মাসের ২০ তারিখ শুরু হচ্ছে মহিলা বিশ্বকাপ। মাসখানেকের এই মহাযুদ্ধের ফাইনাল ২০ অগস্ট। ৩২ দলের মধ্যে সেরার লড়াই। ব্রাজিল কোচ এখন বিশ্বকাপকেই পাখির চোখ করছেন। গ্রুপ এফ-এ রয়েছে ব্রাজিল। গ্রুপের বাকি তিনটি দল ফ্রান্স, পানামা এবং জামাইকা।

বর্ণময় কেরিয়ারে মেয়েদের ফুটবলে দারুণ সাফল্য রয়েছে পিয়া সুন্ধাগের। কোচ হিসেবে অলিম্পিকে সোনার পদক, কোপা আমেরিকা জয়, ফিফার বর্ষসেরা কোচের পুরস্কারও জিতেছেন। কেরিয়ারের সবচেয়ে বড় অপ্রাপ্তি বিশ্বকাপ জয়েরও খুব কাছে পৌঁছেছিলেন। ২০১১ সালে বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ ছিলেন পিয়া। ফাইনালে পেনাল্টি শুটআউটে জাপানের কাছে হেরে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। পিয়ার বিশ্বকাপ জয়ের স্বপ্নও ধাক্কা খায়।

সুইডেনের ৬৩ বছরের পিয়া সুন্ধাগে এই নিয়ে চতুর্থ সুযোগ পাচ্ছেন বিশ্বকাপ জেতার। এ বার ব্রাজিলের কোচ হিসেবে। ব্রাজিলের তেরেসপোলিসে বিশ্বকাপের প্রস্তুতি চলছে ব্রাজিল ফুটবল দলের। অ্যাসোসিয়েট প্রেসকে একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের মতো সেরা দশ দলের সুযোগ রয়েছে বিশ্বকাপ জেতার। মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন ও ইংল্যান্ডের দারুণ সুযোগ রয়েছে।’

বিশ্বকাপে পিয়ার কোচিং কেরিয়ার শুরু ২০০৭ সালে। চিনের সহকারী কোচ ছিলেন পিয়া। ২০১১ সালে অল্পের জন্য বিশ্বকাপ জেতা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে। ২০১৫ সালে সুইডেনের কোচ হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে বিদায়। ব্রাজিলের কোচ হিসেবে যোগ দেওয়ার সময় সেখানকার ফুটবল সংস্কৃতি নিয়ে জানা থাকলেও, পর্তুগিজ ভাষাটা একেবারেই জানতেন না। এখন অবশ্য ব্রাজিল পপ সিঙ্গারের বড় ভক্ত পিয়া সুন্ধাগে।

একজন কোচকে বিচার করা হবে বিশ্বকাপ পারফরম্যান্স দিয়েই। পিয়া সুন্ধাগে সেটা ভালো ভাবেই জানেন। বিশ্বকাপে কোচিং করানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এ বারের বিশ্বকাপ নিয়ে বলছেন, ‘দারুণ একটা সফরে রয়েছি। বিশ্বকাপ, অলিম্পিক এ বার কী হবে জানি না। আমার কাছে, অতীত গুরুত্বপূর্ণ নয়। আমি মুহূর্তে থাকতে চাই।’