FIFA World Cup 2022: চিন্তা কোভিড, কাতারে নিয়ম বদল ফিফার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 24, 2022 | 7:00 AM

১১ জন টিম অফিসিয়ালের মধ্যে অন্তত একজন চিকিৎসক থাকতে হবে

FIFA World Cup 2022: চিন্তা কোভিড, কাতারে নিয়ম বদল ফিফার
Image Credit source: FIFA

Follow Us

 

 জুরিখ: বিশ্বকাপের জন্য প্রস্তুত কাতার (Qatar 2022)। সঙ্গে রয়েছে কোভিডের (Covid) চিন্তাও। বিশ্বের নানা জায়গাতেই নতুন করে প্রচুর করোনা আক্রান্ত ধরা পড়ছে। সে কারণেই কাতার বিশ্বকাপের জন্য বেশ কিছু নিয়মে শিথলতা আনল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ফিফা)। এতদিন বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে সর্বাধিক ২৩ জন ফুটবলার উপস্থিতির অনুমতি থাকত। কোভিডের কারণেই এবার সেই সংখ্যা বাড়িয়ে ২৬ জন করা হল। ফিফা (FIFA) কাউন্সিল আরও বেশ কিছু নিয়মে রদবদল করল। সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যেমন, পরবর্তী ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হবে ২০২৩ এর ১৬ মার্চ। রাওয়ান্ডাতে হবে ফিফা কংগ্রেস। পরবর্তী ফিফা সভাপতি নির্বাচন হবে এই ফিফা কংগ্রেস থেকেই। ২০১৮ ফিফা কংগ্রেস হয়েছিল রাওয়ান্ডার কিগালিতেই।

 

কাতার বিশ্বকাপের জন্য যে বিষয়গুলিতে বদল হয়েছে

  • কোভিডের কারণে যাতে বিশ্বকাপ আয়োজনে সমস্যা না তৈরি হয়, সে জন্যই ফাইনাল স্কোয়াডে ফুটবলার বাড়ানোর সিদ্ধান্ত নিল ফিফা।
  • রিলিজ লিস্টে ফুটবলারের সংখ্যা সর্বাধিক ৩৫ থেকে ৫৫ করা হয়েছে।
  • ফাইনাল স্কোয়াডে সদস্য সংখ্যা অন্তত ২৩ এবং সর্বাধিক ২৬ করা হয়েছে।
  • বিশ্বকাপের স্কোয়াডে থাকা ফুটবলারদের ক্লাব স্তরে ফাইনাল ম্যাচ ডে ১৩ নভেম্বর, ২০২২।
  • ২৬ জনের বেশি সদস্য বেঞ্চে থাকতে পারবেন না। এর মধ্যে সর্বাধিক ১৫ জন পরিবর্ত ফুটবলার এবং ১১ জন টিম অফিসিয়াল। এই ১১ জন টিম অফিসিয়ালের মধ্যে অন্তত একজন চিকিৎসক থাকতে হবে।
Next Article