সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee
Dec 23, 2020 | 3:21 PM
গ্যব্রিয়েল জেসুস ম্যাচের ৩ মিনিটে প্রথম গোল করে ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ম্যান সিটির হয়ে ব্যবধান বাড়ান রিয়াদ মাহরেজ।
৫৯ মিনিটে ম্যান সিটির হয়ে তৃতীয় গোলটি ফিল ফডেনের।
ফডেনের পাস থেকেই সিটির চতুর্থ গোলটি করেন লাপোর্তে।
আর্সেনালকে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে ওঠার পর সিটি ফুটবলারদের উচ্ছাস। (ছবি-টুইটার)