মাদ্রিদ: রিয়াল মাদ্রিদ ছেড়ে কি ব্রাজিলের জাতীয় দলে যাচ্ছেন কার্লো আন্সেলোত্তি? জল্পনা আরও জোরালো হল। রবিবারই লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিরুদ্ধে নামছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে রিয়াল কোচের সাংবাদিক সম্মেলনে ব্রাজিল যাওয়ার জল্পনা অনেকটাই বাড়ল। বিশ্বকাপে ব্যর্থতার পর তিতেকে নিয়ে বিরক্তি বেড়েছিল ব্রাজিলে। রামোন মেনজেস এখন নেইমারদের অন্তর্বর্তী কোচ। কয়েক দিন আগেও এক ফ্রেন্ডলি ম্যাচে মরক্কোর কাছে ১-২ গোলে হেরে যায় ব্রাজিল। ২০ বছর বিশ্বকাপ জেতেনি সেলেকাওরা। সময়টাও ভালো যাচ্ছে না ব্রাজিলের। কাতার বিশ্বকাপে প্রত্য়াশা জাগিয়েও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন নেইমাররা। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারে ব্রাজিল। বিশ্বকাপ অবধিই চুক্তি ছিল তিতের সঙ্গে। বিশ্বকাপ শেষের সঙ্গে ব্রাজিল কোচ তিতেরও বিদায় হয়। এখনও নতুন কোচের নাম ঘোষণা করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেই পদে কে? বিস্তারিত TV9Bangla-য়।
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, নেইমারদের হেড স্যারের দায়িত্বে দেখা যেতে পারে কার্লো আন্সেলোত্তিকে। ইতালিয়ান কোচ সে প্রসঙ্গে নিজেই বলেন, ‘সত্যিটা হল, ব্রাজিলের জাতীয় দল আমাকে ভীষণ ভাবে চাইছে। এই প্রস্তাব পেয়ে আমি অবশ্যই খুশি। তবে এখন আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ। রিয়ালের প্রতি আমার সম্মান এবং ভালোবাসা রয়েছে।’ প্রশ্ন, তাহলে কি রিয়াল ছাড়ছেন তিনি? জবাবে আন্সেলোত্তি বলেন, ‘আমি এখনই এই প্রশ্নের উত্তর দিতে পারব না। যতক্ষণ রিয়ালের সঙ্গে আমার চুক্তি রয়েছে, আমি এই ক্লাবে আছি।’
এখনও পরের বছর রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি রয়েছে আন্সেলোত্তির। ২০২৪ সালের জুন মাসেই চুক্তি শেষ হচ্ছে। আন্সেলোত্তি ব্রাজিলের প্রস্তাবে খুশি ঠিকই, তবে চুক্তি শেষ হওয়ার আগেও আদৌ তিনি সেলেকাওদের দায়িত্ব নেবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকে যায়। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, এডার, রড্রিগোরা খেলেন রিয়াল মাদ্রিদে। ফলে আন্সেলোত্তি জাতীয় দলের কোচ হলে বরং সুবিধাই হবে ব্রাজিলের। এখন দেখার, চুক্তি শেষ হওয়ার আগেই ব্রাজিলের জাতীয় দলের দায়িত্বে আন্সেলোত্তিকে দেখা যায় কিনা! মাঝে ব্রাজিল কোচের পদে জিদানের নামও শোনা গিয়েছিল।