Ronaldinho in Kolkata: পুজো পাগল বাঙালি এখন ‘রোনাল্ডিনহো’ জ্বরে আক্রান্ত

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 16, 2023 | 3:08 PM

Ronaldinho Fever In Kolkata: সুন্দরবনের একটি অ্যাকাডেমি থেকে বেশ কয়েকজন ফুটবল শিক্ষার্থী এসেছিলেন। রোনাল্ডিনহোকে কাছ থেকে দেখার আশায়, ছবি তোলার আশায়। ঠাসা কর্মসূচি আর ভিড়ের মাঝে সে সব কিছুই হয়নি। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর বাংলার দুর্গা পুজো এখন বিশ্বের দরবারে অন্য মাত্রা পেয়েছে। সেই স্বাদ নিতেই ছুটলেন রোনাল্ডিনহো।

Ronaldinho in Kolkata: পুজো পাগল বাঙালি এখন রোনাল্ডিনহো জ্বরে আক্রান্ত
রোনালডিনহো

Follow Us

কলকাতা: এলেন, দেখলেন, জয় করলেন। রবিবার রাতে কলকাতায় পা রাখার সময়ই টের পাওয়া গিয়েছিল উন্মাদনা। সোমবার সকাল থেকেই পুজো-পুজো আমেজে ডুবে থাকা কলকাতার মুখ ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো (Ronaldinho)। সকালে হোটেলে মিট অ্যান্ড গ্রিট সেশনের পর পৌঁছে গেলেন রাজারহাটে R10 অ্যাকাডেমিতে। সেখানে পা রেখেই টের পেলেন কলকাতার ফুটবল উন্মাদনা। অ্যাকাডেমিটি তৈরি করা হয়েছে রোনাল্ডিনহোর নামে। সেই অ্যাকাডেমির উদ্বোধন করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। রোনাল্ডিনহোকে কাছ থেকে দেখার হিড়িক সামলানো গেল না। চারদিকে উপচে পড়ল ভিড়। যা দেখে মুগ্ধ নয়নে চেয়ে রইলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন আপ্লুত তারকা। একগাল হাসি নিয়ে পর্তুগিজ ভাষায় বললেন, ‘তোমাদের অনেক ধন্যবাদ।’

এ শহর দেখেছে পেলে-মারাদোনা। এ শহর দেখে লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী গোলকিপার মার্তিনেজও ঘুরে গিয়েছেন মাস কয়েক আগেই। এ বার এলেন রোনাল্ডিনহো। মেসি-রোনাল্ডোর ঠিক আগে তাঁর পায়ের জাদুতেই মুগ্ধ হয়ে গিয়েছে ফুটবল বিশ্ব। বার্সেলোনায় শুরুর দিনগুলোয় রোনাল্ডিনহোও ছিলেন মেসির মেন্টর। সেই তাঁকে ঘিরে যে কলকাতা হামলে পড়বে, এতে আর আশ্চর্যের কী!

অ্যাকাডেমির মাঠেও গেলেন রোনাল্ডিনহো। কচিকাচাদের সঙ্গে দিলেন একটু আড্ডা। হয়তো ভাবতে পারেননি ব্রাজিল থেকে কয়েক হাজার মাইল দূরেও এত ভক্ত থাকতে পারে তাঁর। কচিকাচাদের মধ্যে কারও বয়স ৮, কারও বা ১০। এরা প্রত্যেকেই রোনাল্ডিনহোর ম্যাজিক দেখেছে ইউটিউবে। তাতে কী, রোনাল্ডিনহো নামের সঙ্গে যে আবেগ জড়িয়ে, তা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহমান। তাঁর ফুটবল স্কিল প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে যায়।

সুন্দরবনের একটি অ্যাকাডেমি থেকে বেশ কয়েকজন ফুটবল শিক্ষার্থী এসেছিলেন। রোনাল্ডিনহোকে কাছ থেকে দেখার আশায়, ছবি তোলার আশায়। ঠাসা কর্মসূচি আর ভিড়ের মাঝে সে সব কিছুই হয়নি। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর বাংলার দুর্গা পুজো এখন বিশ্বের দরবারে অন্য মাত্রা পেয়েছে। সেই স্বাদ নিতেই ছুটলেন রোনাল্ডিনহো।

Next Article