East Bengal: ইস্টবেঙ্গলের আর্কাইভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 17, 2022 | 7:57 PM

মুখ্যমন্ত্রীকে 'দিদি ১০০' লেখা জার্সি তুলে দেওয়া হল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে।

East Bengal: ইস্টবেঙ্গলের আর্কাইভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ইস্টেবেঙ্গলের আর্কাইভ পরিদর্শনে মুখ্যমন্ত্রী। (ছবি : ইস্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে)

Follow Us

কলকাতা : লাল হলুদ পতাকা হাতে প্রচুর সমর্থক। লাল হলুদ জার্সিতে প্রাক্তন ফুটবলাররাও। হলুদ পাড়ের শাড়ি। হাতে ফুটবল নিয়ে ইস্টবেঙ্গল মাঠে প্রবেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার, ক্লাব কর্তারা। বক্সের সামনে বল বসিয়ে কিক অফ করলেন মুখ্যমন্ত্রী। পূর্ব পরিকল্পনা মতোই ইস্টবেঙ্গলের (East Bengal) রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভ (Archive) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামির প্রতিনিধিরাও। ইস্টবেঙ্গলের আইএসএল খেলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় অবদান রয়েছে। শেষ মুহূর্তে ইনভেস্টর এনে দেওয়া, এবারও ইস্টবেঙ্গলের ইমামিকে ইনভেস্টর হিসেবে পাওয়া, সবটাই মুখ্যমন্ত্রীর সৌজন্যে। মুখ্যমন্ত্রীকে ‘দিদি ১০০’ লেখা জার্সি তুলে দেওয়া হল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে।

ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইচ্ছে থাকলেই, উপায় হয়। নিজে আত্মবিশ্বাসী হলে তবেই অন্যকে হারানো যায়। ইস্টবেঙ্গলের আর্কাইভ দেখলাম। বিশ্বের অন্যতম সেরা আর্কাইভ। মুখে বলে কিংবা ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যিই এটা দর্শনীয় আর্কাইভ। আমি মনে করি, সিএবি থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাবের আর্কাইভ গড়া উচিত।’ ইস্টবেঙ্গল, মোহনবাগান দুই প্রধানই আইএসএলে খেলছে। মুখ্যমন্ত্রী চান মহমেডানও আইএসএলে খেলুক। ইস্টবেঙ্গলের আইএসএলে সুযোগ পাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘মোহনবাগান যখন আইএসএলে যুক্ত হল, ইস্টবেঙ্গল যখন লেফ্ট আউট ছিল, আপনাদের মনে অনেক দুঃখ ছিল। কী ছিল তো? রোজ সংবাদমাধ্যমে দেখছি, কর্তারা এখানে-ওখানে যাচ্ছেন। কিন্তু কোনও কুল-কিনারা পাচ্ছিল না। গত বারের দিনগুলো আমার মনে আছে। একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে একজনকে রাজি করিয়ে ইস্টবেঙ্গলকে আইএসএলে খেলতে পাঠানো হল।’

পুরনো ইনভেস্টরও চলে যাওয়ায় এবারও আইএসএলে খেলা নিয়ে সমস্যায় ছিল ইস্টবেঙ্গল। এবারও এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী। সমস্যার সমাধান হয়। মুখ্যমন্ত্রীর কথাতেই ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয় ইমামি। ইস্টবেঙ্গল ক্লাবে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থকদের আশ্বস্ত করেন এই সমস্যা আর হবে না। ক্লাবের পরিকাঠামো উন্নয়ণের জন্য ইস্টবেঙ্গলের জন্য ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মহমেডানে স্পোর্টিং ক্লাবের জন্যও ৫০ লক্ষ অনুদান ঘোষণা করেন।

Next Article