AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brazil vs Columbia ভিডিয়ো: রাফিনহার অবিশ্বাস্য গোলেও ব্রাজিলের জয় এল না, শেষ আটে নেই ভিনিসিয়াস

Copa America 2024: ব্রাজিলের পরিস্থিতিটা ঠিক কী বলা যায়! পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যাচ্ছে আবার মাথা ঢাকলে পা! ব্রাজিলের পরিস্থিতি তাই। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গোল করতে ব্যর্থ, তবে খায়ওনি। দ্বিতীয় ম্যাচে ৪ গোল দিলেও এক গোল খেয়েছে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে সাত পয়েন্টেরই স্বপ্ন দেখছিল তারা। সেটাই স্বাভাবিক। কিন্তু গোল খেয়ে সেই সুযোগ হাতছাড়া।

Brazil vs Columbia ভিডিয়ো: রাফিনহার অবিশ্বাস্য গোলেও ব্রাজিলের জয় এল না, শেষ আটে নেই ভিনিসিয়াস
Image Credit: PTI
| Updated on: Jul 03, 2024 | 10:33 AM
Share

আশঙ্কা নিয়েই কোয়ার্টার ফাইনালে ব্রাজিল! এমনটা যেন বলাই যায়। ড্র দিয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব শুরু করেছিল ব্রাজিল। প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে প্রায় ৭০০ পাস খেলেও গোল করতে ব্যর্থ হয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে অবশ্য প্যারাগুয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছিল ব্রাজিল। অস্বস্তিতে রেখেছিল ডিফেন্স। দু-ম্যাচের পরও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ছিল না ব্রাজিলের। শেষ ম্যাচে জিতলে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ ছিল। নকআউটে যেতে অন্তত ড্র করতে হত। দ্বিতীয় হয়ে নানা চিন্তায় শেষ আটে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে রাফিনহার অবিশ্বাস্য গোলেও জয় এল না।

ব্রাজিলের পরিস্থিতিটা ঠিক কী বলা যায়! পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যাচ্ছে আবার মাথা ঢাকলে পা! ব্রাজিলের পরিস্থিতি তাই। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গোল করতে ব্যর্থ, তবে খায়ওনি। দ্বিতীয় ম্যাচে ৪ গোল দিলেও এক গোল খেয়েছে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে সাত পয়েন্টেরই স্বপ্ন দেখছিল তারা। সেটাই স্বাভাবিক। কিন্তু গোল খেয়ে সেই সুযোগ হাতছাড়া। এগিয়ে থেকেও ড্র ব্রাজিলের।

ম্যাচের ১২ মিনিটে ফ্রি-কিক থেকে চোখ ধাঁধানো গোল রাফিনহার। ১-০ এগিয়ে থাকা সুরক্ষিত নয়। আতঙ্ক তৈরি হল প্রথমার্ধেই। গোল শোধ করে কলম্বিয়া। অ্যাডেড টাইমে ড্যানিয়েল মুনোজ কলম্বিয়ার পক্ষে স্কোরলাইন ১-১ করেন। বাকি সময় নিজেদের রক্ষণ সামলানোর পালা। শেষ অবধি ১-১ ড্র, সাত পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই নকআউটে কলম্বিয়া। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে ব্রাজিল।

চোটের জন্য এমনিতেই নেই নেইমার। স্ট্যান্ডে বসে খেলা দেখছেন। কখনও ড্রেসিংরুমে প্লেয়ারদের ভরসা দিচ্ছেন। কোয়ার্টার ফাইনালের আগে ড্রয়ের ম্যাচে আরও বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। ম্যাচ শুরুর ৭ মিনিটেই হলুদ কার্ড দেখেন ব্রাজিল আক্রমণের মূল ভরসা ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয় হলুদ কার্ডে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ব্রাজিল। এমনিতেই আক্রমণে ধার কম। ভিনিসিয়াস না থাকায় কোয়ার্টার ফাইনালে প্রবল চাপে থাকবে ব্রাজিল। তার উপর শেষ আটে তাদের লড়াই উরুগুয়ের বিরুদ্ধে!