মেসির গোল ছাড়াই কোপার সেমিফাইনালে বার্সা

Feb 04, 2021 | 12:43 PM

কোপা দেল রে-র (Copa Del Rey) কোয়ার্টার ফাইনালে (quarter final) গ্রানাডাকে (Granada) হারিয়ে সেমি ফাইনালে বার্সেলোনা (Barcelona)। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে পিছিয়ে গিয়েও ঘুরে দাঁড়াল বার্সা। অতিরিক্ত সময়ে একের পর এক গোল করে ম্যাচ জিতল রোনাল্ড কোমানের দল।

1 / 5
প্রথমার্ধেই কাতালান ক্লাব ২-০ তে পিছিয়ে পড়ে।

প্রথমার্ধেই কাতালান ক্লাব ২-০ তে পিছিয়ে পড়ে।

2 / 5
প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও মেসিরা গোল করতে পারেননি।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও মেসিরা গোল করতে পারেননি।

3 / 5
ম্যাচের ৮৮ মিনিটে আতোয়া গ্রিজম্যানের গোলে বার্সা ম্যাচে ফেরে।

ম্যাচের ৮৮ মিনিটে আতোয়া গ্রিজম্যানের গোলে বার্সা ম্যাচে ফেরে।

4 / 5
ম্যাচের অতিরিক্ত সময়ে ৯২ ও ১১৩ মিনিটে জর্ডি আলবা জোড়া গোল করেন।

ম্যাচের অতিরিক্ত সময়ে ৯২ ও ১১৩ মিনিটে জর্ডি আলবা জোড়া গোল করেন।

5 / 5
শুধু জোড়া গোল নয়, জোড়া অ্যাসিস্টও করেন গ্রিজম্যান।  (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

শুধু জোড়া গোল নয়, জোড়া অ্যাসিস্টও করেন গ্রিজম্যান। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

Next Photo Gallery