মেসির গোল ছাড়াই কোপার সেমিফাইনালে বার্সা
কোপা দেল রে-র (Copa Del Rey) কোয়ার্টার ফাইনালে (quarter final) গ্রানাডাকে (Granada) হারিয়ে সেমি ফাইনালে বার্সেলোনা (Barcelona)। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে পিছিয়ে গিয়েও ঘুরে দাঁড়াল বার্সা। অতিরিক্ত সময়ে একের পর এক গোল করে ম্যাচ জিতল রোনাল্ড কোমানের দল।