মেসি নাকি নেইমার। স্বপ্নের ফাইনাল জিতবে কে? বাঙালি আজ রবিবার ঘুম থেকে উঠে পড়েছে কাকভোর থেকে। কোপা ফাইনালে এই নিয়ে একাদশবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্তিনা। গত ১০ বারের মধ্যে ৮ বারই জিতেছে আর্জেন্তিনা। আর ২ বার জিতেছে ব্রাজিল। ২০০৭ সালে শেষবার কোপা ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। শেষ হাসি অবশ্য হেসেছিল ব্রাজিলই।
গত ৭ বছরে মোট ৪ বার আর্জেন্তিনার হয়ে বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন মেসি। এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি।আজ কি হয়। তার দিকেই নজর সবার।
আরও এক পুরস্কার মেসির। টপ স্কোরারের পুরস্কার মেসির
টুর্নামেন্টের সেরা ফুটবলারের খেতাব পেলেন মেসি
প্রথমবার কোপা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন লিও মেসি। চোখের জলে মাঠ ছাড়লেন নেইমার। মেসিকে নিয়ে উচ্ছ্বসিত সতীর্থরা
¡FINAL DEL PARTIDO! @Argentina venció 1-0 a Brasil con gol de Ángel Di María
FIM DO JOGO! Argentina venceu por 1-0 do @cbf_futebol com gol de Ángel Di María
?? Argentina ? Brasil ??#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/v1VF5parZ8
— Copa América (@CopaAmerica) July 11, 2021
১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা। ২৮ বছর পর ফের চ্যাম্পিয়ন।
১-০ গোলে জয় আর্জেন্তিনার। চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। ২৮ বছর পর চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।
দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইম ৫ মিনিট। ১-০ গোলে এগিয়ে আর্জেন্তিনা
৮৯’- হলুদ কার্ড দেখলেন মন্টিয়েল
৮৮’- সহজ গোলের সুযোগ হাতছাড়া করলেন মেসি
৮৩’- হলুদ কার্ড দেখলেন মার্কুইনোস
৮২’- হলুদ কার্ড দেখলেন ওটামেন্ডি
৮৫’- ফের কর্নার। এবারও গোলের মুখ খুলতে ব্যর্থ ব্রাজিল
৮৩’- কর্নার পেল ব্রাজিল। কিন্তু এবারও তৈরি হল না গোলের সুযোগ
৭৯’- ডি মারিয়ার জায়গায় পেজেল্লা
রোমেরোর জায়গায় গঞ্জালেজ
মার্টিনেজের পরিবর্তে প্যালাসিওস
৭৬’- প্যাকোয়েতার জায়গায় মাঠে বারবোসা
৭৬’- লডির জায়গায় মাঠে এমার্সন
৭২’- এবার কার্ড দেখলেন প্যাকোয়েতা
৭০’- হলুদ কার্ড দেখলেন রেনান লডি
৬৮’- হলুদ কার্ড দেখলেন ডি পল
৬১’- লো সেলসোর জায়গায় মাঠে ট্যাগলিয়াফিকো
৬১’- এভার্টনের জায়গায় মাঠে ভিনিসিয়াস জুনিয়র
৬১’- ফ্রিকিক নিলেন মেসি।
৫৪’- পেরডেসের জায়গায় মাঠে গুইডো রডরিগেজ
৫২’- অফসাইডের জন্য রিচার্লিসনের গোল বাতিল ।
৫১’- হলুদকার্ড দেখলেন আর্জেন্তিনা লো সেলসো
ম্যাচে এখনও পর্যন্ত আর্জেন্তিনার বল পজেশন ৪৬%। ব্রাজিলের ৫৪%
খেলা শুরু হল দ্বিতীয়ার্ধের। ব্রাজিলের ১টি পরিবর্তন। ফ্রেডের জায়গায় নামলেন ফির্মিনহো
প্রথমার্ধের খেলা শেষ। ১-০ গোলে এগিয়ে আর্জেন্তিনা। গোলদাতা ডি মারিয়া
১ মিনিট ইনজুরি টাইম প্রথমার্ধে
৪৩’- ম্যাচে প্রথম কর্নার। কর্নার পেল ব্রাজিল
৩৭’- বাঁপায়ের গোড়ালিতে চোট পেলেন ডি মারিয়া।
৩৩’- নিজেদের বক্সের বাইরে নেইমারকে ফেলে দেন আর্জেন্তিনার পেরডেস। হলুদ কার্ড দেখেন পেরডেস।ফ্রিকিক পায় ব্রাজিল। ফ্রিকিক থেকে গোলমুখ খুলতে ব্যর্থ ব্রাজিল।
২২’- অ্যাঞ্জেল দি মারিয়ার গোলে এগিয়ে আর্জেন্তিনা। ১-০ গোলে এগিয়ে আর্জেন্তিনা
¡TREMENDA DEFINICIÓN! Ángel Di María recibió el pase de Rodrigo De Paul y la tiró por arriba de Ederson para el 1-0 de @Argentina
?? Argentina ? Brasil ??#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/OuFUmqipVA
— Copa América (@CopaAmerica) July 11, 2021
৩’- ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখলেন ব্রাজিলের ফ্রেড