COPA AMERICA 2021 FINAL, ARGENTINA VS BRAZIL,LIVE SCORE : চ্যাম্পিয়ন আর্জেন্তিনা

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jul 11, 2021 | 8:01 AM

copa america 2021 final argentina(ARG) vs brazil(BRA)LIVE SCORE IN BENGALI: কোপায় আজ মুখোমুখি মেসির আর্জেন্তিনা ও নেইমারের ব্রাজিল

COPA AMERICA 2021 FINAL, ARGENTINA VS BRAZIL,LIVE SCORE : চ্যাম্পিয়ন আর্জেন্তিনা
ট্রফি হাতে মেসি

Follow Us

মেসি নাকি নেইমার। স্বপ্নের ফাইনাল জিতবে কে? বাঙালি আজ রবিবার ঘুম থেকে উঠে পড়েছে কাকভোর থেকে। কোপা ফাইনালে এই নিয়ে একাদশবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্তিনা। গত ১০ বারের মধ্যে ৮ বারই জিতেছে আর্জেন্তিনা। আর ২ বার জিতেছে ব্রাজিল। ২০০৭ সালে শেষবার  কোপা ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। শেষ হাসি অবশ্য হেসেছিল ব্রাজিলই।

গত ৭ বছরে মোট ৪ বার আর্জেন্তিনার হয়ে বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন মেসি। এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি।আজ কি হয়। তার দিকেই নজর সবার।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 11 Jul 2021 07:40 AM (IST)

    টপ স্কোরার মেসি

    আরও এক পুরস্কার মেসির। টপ স্কোরারের পুরস্কার মেসির

  • 11 Jul 2021 07:39 AM (IST)

    সেরা ফুটবলার মেসি

    টুর্নামেন্টের সেরা ফুটবলারের খেতাব পেলেন মেসি


  • 11 Jul 2021 07:25 AM (IST)

    আবেগে ভাসছেন মেসি, কেঁদে ফেললেন নেইমার

    প্রথমবার কোপা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন লিও মেসি। চোখের জলে মাঠ ছাড়লেন নেইমার। মেসিকে নিয়ে উচ্ছ্বসিত সতীর্থরা

     

  • 11 Jul 2021 07:24 AM (IST)

    ২৮ বছরের অপেক্ষা শেষ

    ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা। ২৮ বছর পর ফের চ্যাম্পিয়ন।

  • 11 Jul 2021 07:22 AM (IST)

    চ্যাম্পিয়ন আর্জেন্তিনা

    ১-০ গোলে জয় আর্জেন্তিনার। চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। ২৮ বছর পর চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।

  • 11 Jul 2021 07:17 AM (IST)

    ইনজুরি টাইম ৫ মিনিট

    দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইম ৫ মিনিট। ১-০ গোলে এগিয়ে আর্জেন্তিনা

  • 11 Jul 2021 07:15 AM (IST)

    আবার হলুদ কার্ড আর্জেন্তিনার

    ৮৯’- হলুদ কার্ড দেখলেন মন্টিয়েল

  • 11 Jul 2021 07:14 AM (IST)

    গোল মিস মেসির

    ৮৮’- সহজ গোলের সুযোগ হাতছাড়া করলেন মেসি

  • 11 Jul 2021 07:13 AM (IST)

    ফের হলুদ কার্ড ব্রাজিলের

    ৮৩’- হলুদ কার্ড দেখলেন মার্কুইনোস

  • 11 Jul 2021 07:13 AM (IST)

    আর্জেন্তিনার হলুদ কার্ড

    ৮২’- হলুদ কার্ড দেখলেন ওটামেন্ডি

  • 11 Jul 2021 07:12 AM (IST)

    ফের কর্নার ব্রাজিলের

    ৮৫’- ফের কর্নার। এবারও গোলের মুখ খুলতে ব্যর্থ ব্রাজিল

  • 11 Jul 2021 07:09 AM (IST)

    কর্নার ব্রাজিলের

    ৮৩’- কর্নার পেল ব্রাজিল। কিন্তু এবারও তৈরি হল না গোলের সুযোগ

  • 11 Jul 2021 07:07 AM (IST)

    আর্জেন্তিনার ৩ পরিবর্তন

    ৭৯’- ডি মারিয়ার জায়গায় পেজেল্লা

    রোমেরোর জায়গায় গঞ্জালেজ

    মার্টিনেজের পরিবর্তে প্যালাসিওস

  • 11 Jul 2021 07:05 AM (IST)

    আবার পরিবর্তন ব্রাজিলের

    ৭৬’- প্যাকোয়েতার জায়গায় মাঠে বারবোসা

  • 11 Jul 2021 07:02 AM (IST)

    ব্রাজিলে ফের পরিবর্তন

    ৭৬’- লডির জায়গায় মাঠে এমার্সন

  • 11 Jul 2021 06:59 AM (IST)

    আবার হলুদকার্ড ব্রাজিলের

    ৭২’- এবার কার্ড দেখলেন প্যাকোয়েতা

  • 11 Jul 2021 06:57 AM (IST)

    ফের কার্ড ব্রাজিলের

    ৭০’- হলুদ কার্ড দেখলেন রেনান লডি

  • 11 Jul 2021 06:55 AM (IST)

    ফের হলুদকার্ড আর্জেন্তিনার

    ৬৮’- হলুদ কার্ড দেখলেন ডি পল

  • 11 Jul 2021 06:51 AM (IST)

    আর্জেন্তিনার পরিবর্তন

    ৬১’- লো সেলসোর জায়গায় মাঠে ট্যাগলিয়াফিকো

  • 11 Jul 2021 06:50 AM (IST)

    ব্রাজিলের দ্বিতীয় পরিবর্তন

    ৬১’- এভার্টনের জায়গায় মাঠে ভিনিসিয়াস জুনিয়র

  • 11 Jul 2021 06:48 AM (IST)

    ফ্রিকিক আর্জেন্তিনার

    ৬১’- ফ্রিকিক নিলেন মেসি।

  • 11 Jul 2021 06:41 AM (IST)

    আর্জেন্তিনার পরিবর্তন

    ৫৪’- পেরডেসের জায়গায় মাঠে গুইডো রডরিগেজ

  • 11 Jul 2021 06:39 AM (IST)

    ব্রাজিলের গোল, অফসাইডে নাকচ

    ৫২’- অফসাইডের জন্য রিচার্লিসনের গোল বাতিল ।

  • 11 Jul 2021 06:37 AM (IST)

    ম্যাচে তৃতীয় হলুদ কার্ড

    ৫১’-  হলুদকার্ড দেখলেন আর্জেন্তিনা লো সেলসো

  • 11 Jul 2021 06:36 AM (IST)

    বল পজেশনে কে কোথায়?

    ম্যাচে এখনও পর্যন্ত আর্জেন্তিনার বল পজেশন ৪৬%। ব্রাজিলের ৫৪%

  • 11 Jul 2021 06:33 AM (IST)

    দ্বিতীয়ার্ধের খেলা শুরু

    খেলা শুরু হল দ্বিতীয়ার্ধের। ব্রাজিলের ১টি পরিবর্তন। ফ্রেডের জায়গায় নামলেন ফির্মিনহো

  • 11 Jul 2021 06:17 AM (IST)

    প্রথমার্ধের খেলা শেষ

    প্রথমার্ধের খেলা শেষ। ১-০ গোলে এগিয়ে আর্জেন্তিনা। গোলদাতা ডি মারিয়া

  • 11 Jul 2021 06:16 AM (IST)

    প্রথমার্ধের ইনজুরি টাইম

    ১ মিনিট ইনজুরি টাইম প্রথমার্ধে

  • 11 Jul 2021 06:13 AM (IST)

    কর্নার পেল ব্রাজিল

    ৪৩’-  ম্যাচে প্রথম কর্নার। কর্নার পেল ব্রাজিল

  • 11 Jul 2021 06:08 AM (IST)

    চোট পেলেন ডি মারিয়া

    ৩৭’- বাঁপায়ের গোড়ালিতে চোট পেলেন ডি মারিয়া।

  • 11 Jul 2021 06:04 AM (IST)

    ফ্রিকিক ব্রাজিলের

    ৩৩’- নিজেদের বক্সের বাইরে নেইমারকে ফেলে দেন আর্জেন্তিনার পেরডেস। হলুদ কার্ড দেখেন পেরডেস।ফ্রিকিক পায় ব্রাজিল। ফ্রিকিক থেকে গোলমুখ খুলতে ব্যর্থ ব্রাজিল।

  • 11 Jul 2021 05:58 AM (IST)

    ১-০ গোলে এগিয়ে আর্জেন্তিনা

    ২২’-  অ্যাঞ্জেল দি মারিয়ার গোলে এগিয়ে আর্জেন্তিনা। ১-০ গোলে এগিয়ে আর্জেন্তিনা

     

     

  • 11 Jul 2021 05:56 AM (IST)

    ম্যাচে প্রথম কার্ড

    ৩’- ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখলেন ব্রাজিলের ফ্রেড